Wednesday, 17 December 2014

শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন যেসব তারকারা (দেখুন ছবিতে)


শৈশবে যৌন নির্যাতনের শিকার এসময়ের মারাত্মক এবং প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই ধরণের যৌন নির্যাতনের শিকার কোন তারকা হতে পারেন? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে তারার আলোয় পরিপূর্ণ জগতের তারকাদের এমন হায়রানির শিকার হবার কথা নয়তবে দুঃখজনক হলেও সত্যি যে হলিউড-বলিউডে এমন অনেক তারকা আছেন যারা শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন
কালকি কোচলিন
এই অভিনেত্রীও ছেলেবেলায় যৌন হায়রানির শিকার হয়েছেনতবে এই খবর প্রকাশিত হওয়ার পর কালকি কোচলিন বেশ অপ্রস্তুত হয়ে যান কেননা এতদিন তিনি এমন ঘটনাটি ভুলেই থাকতে চেয়েছেনকিন্তু এনডিটিভিতে প্রকাশিত খবর তাকে বেশ মর্মাহতই করছে। 
অনুরাগ কাশ্যপ
বলিউডের জনপ্রিয় পরিচালক তিনিবলিউডকে ভিন্নধর্মী সিনেমা উপহার দেয়া দেই পরিচালক মাত্র ১১ বছর বয়সে একজন পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন সেই সময় কিছু বুঝে উঠতে না পারলেও ওইদিনের ঘটনাটি তাকে আজও পীড়া দেয়তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আনুরাগ বলেন যে, তিনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেনবেশ কিছুদিন আগে সেই ব্যক্তির সাথে দেখা হয় এবং সেই ব্যক্তি আর আগের মতো খারাপ নেই তাই তাকে অনুরাগ ক্ষমা করে দেন
লেডি গাগা
হলিউডের এসময়ের আলোচিত পপ সঙ্গীত তারকা লেডি গাগাও ছেলেবেলায় যৌন হয়রানির শিকার হনতখন এই তারকা টিনএইজারতিনি সংবাদমাধ্যমে জানান, তাকে একজন মিউজিক ডিরেক্টর ধর্ষণ করেন যিনি গাগার থেকেও ২০ বছরের বড় ছিলেনতবে এরপরে গানই তাকে সেই দিনটিকে ভুলে থাকতে সাহায্য করে যাচ্ছে

সোফিয়া হায়াত
বিতর্কিত এই অভিনেত্রীর শৈশবটিও কিন্তু সরল ছিল নাএই অভিনেত্রীও শৈশবে যৌন নির্যাতনের শিকার হন মাত্র ১০ বছর বয়সে সফিয়া তারই এক চাচা দ্বারা যৌন নির্যাতনের শিকার হন
আনুশকা শংকর
কিংবদন্তী সেতার বাদক রাভি শংকরের তনয়া আনুশকা শংকরও শৈশবে যৌন নির্যাতনের শিকার হনগ্লোবাল ওমেন রাইটস ক্যাম্পেইনে তিনি জানান পারিবারের কাছের বন্ধুর দ্বারা তিনি এমন নির্যাতনের শিকার হন
জীবনের এই অপ্রত্যাশিত ঘটনাগুলোকে কেউ সামনে আনতে না চাইলেও এই তারকারা তাদের জীবনের এই অজানা ঘটনাগুলো প্রকাশ করেন যাতে তাদের ভক্তরা কিছুটাও উপকৃত হন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 
 
 




 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: