অবস্থা দেখে মনে হচ্ছে শহীদ কাপুর দেড় ইশকিয়ার পরিচালক অভিষেক চৌবের পরের সিনেমা ‘উড়তা পাঞ্জাব’ এ সিনেমা করবেন। শোনা যাচ্ছে হয়তো একই সিনেমায় দেখা যেতে পারে সাবেক প্রেমিক জুটি শহীদ কাপুর ও কারিনা কাপুর খানকে।
জানা যায়, উড়তা পাঞ্জাব সিনেমার স্ক্রিপ্ট কারিনা কাপুরের কাছেও খুব শীঘ্রই পাঠানো হবে। আর কারিনার যদি স্ক্রিপ্ট পছন্দ হয়ে যায়, তাহলে তো কথাই নেই।
এক সূত্র জানায়, এটা সত্যি যে এই সিনেমায় কারিনার জন্য একটি চরিত্র নির্ধারণ করা হয়েছে। তবে কারিনার বিপরীতে শহীদ কাপুরকে দেখা যাবে না। ধারণা করা হচ্ছে, শান্দার জুটি আলিয়া ভাটই শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

0 comments: