Friday, 19 December 2014

প্রথমবারের মতো কলকাতার হলে শাকিব খান !


প্রথমবারের মতো কলকাতার সিনেমা হলে দেখানো হবে বাংলাদেশের কোন বানিজ্যিক সিনেমা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন’-এর ছাড়পত্র লাভ করেছে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিকৃত দুটি ছবিছবি দুটি হচ্ছে মা আমার স্বর্গএবং তুমি আমার মনের মানুষবাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে ছবি দুটি রপ্তানি করেছে খান ব্রাদার্সসেখানে ছবি দুটি মুক্তি দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে
রপ্তানির বিপরীতে সমান সংখ্যক ছবি আমদানি করা যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই নীতিমালা অনুসারে ছবি দুটি রপ্তানি করা হয়েছে এবং এর বিপরীতে আমদানি করা হয়েছে পশ্চিম বঙ্গের খোকাবাবুখোকা-৪২০রপ্তানিকৃত ছবি দুটি পশ্চিম বঙ্গে প্রদর্শনের পরই এ ছবিগুলো বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পাবে
খান ব্রাদার্স সূত্রে জানা গেছে, পশ্চিম বঙ্গে এখন ৩৫ মি.মি.এ ছবি প্রদর্শন বন্ধ হয়ে গেছেকেবল নন্দন’-এর ৪টি প্রেক্ষাগৃহের মধ্যে ১টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যবস্থা রয়েছেসেই অনুসারে রপ্তানিকৃত মা আমার স্বর্গএবং তুমি আমার মনের মানুষপ্রদর্শনের চেষ্টা চলছে বলে খান ব্রাদার্স জানিয়েছে
উল্লেখ্য, এর আগে একই নীতিমালায় ভারত রোর-টাইগার অব সুন্দরবনছবিটি ঢাকায় মুক্তি পেয়েছেছবিটি আমদানি করা হয়েছে বাংলাদেশের ছবি বৈষম্যরপ্তানির বিপরীতে



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: