বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরেই জনপ্রিয় মডেল নোবেল কাজ করে আসছেন। মাঝে মাঝে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টিভি অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও মূলত মডেল হিসাবেই তাঁর পরিচিতি ও খ্যাতি। নোবেলের আরেকটি নাম হচ্ছে আদিল। অভিনয় কিংবা মডেলিং তাঁর পেশা নয়, মূলত কাজের ফাঁকে সময় বের করে তিনি মিডিয়াতে কাজ করেন। এবং আজও যেন এই নোবেলকে দেখতে ঠিক আগের মতই লাগে, বয়স একটুখানিও বদলে দিতে পারেনি তাঁকে।
তারকা নোবেলকে সকলে চিনলেও ব্যক্তিগত জীবনের নোবেলকে খুব কম মানুষই জানেন। স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে চমৎকার একটি পরিবার আছে তাঁর, এবং সেখানে তিনিই আদর্শ পুরুষ। চলুন তবে দেখে নিই নোবেলের ব্যক্তিগত পারিবারিক জীবনের কিছু দারুণ ছবি।






0 comments: