Friday, 7 November 2014

একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!


দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূরের লুকোচুরি খেলা চলছে অনেকটা মেগাসিরিয়ালের মতোইচলচ্চিত্রে আসার পর থেকেই ভাল অভিনেত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে নিয়ে নানারকম লুকোচুরি খেলছেন শাবনূরপ্রেম, বিয়ে, শিডিউল ফাঁসানো, দেরি করে শুটিংয়ে যাওয়া, পারিবারিক নানা ঘটনাবলি- সবকিছু নিয়েই তার লুকোচুরির যেন শেষ নেইচলচ্চিত্রে ক্যারিয়ারের অবস্থান শূন্যের কোঠায় পৌঁছলেও শাবনূরের মধ্যে কোন পরিবর্তন নেইগোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও তার লুকোচুরি থামছে না
শুধু মিডিয়া থেকেই নয়, একসময় যে কজন প্রযোজক পরিচালক ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত তিনি করছেন না রহস্যময়ী নায়িকা হিসেবে পরিচিত শাবনূরতাকে নিয়ে দুটি ছবি পরিচালনা করেছেন এমন একজন পরিচালক শত চেষ্টা করেও এ যাত্রায় শাবনূরের সঙ্গে দেখা করতে পারেননি দুদিন বাসার নিচে থেকে ফিরে এসেছেনএকদিন তাকে জানানো হয় শাবনূর ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছেনঅন্যদিন জানানো হয় বাসায় নেইঅথচ সেই পরিচালক নিশ্চিত শাবনূর তখন বাসাতেই ছিলেনএকরাশ কষ্ট নিয়ে তিনি বললেন, নায়িকা এবং তার সন্তান কাউকেই দেখার সুযোগ পেলাম নাশাবনূরের এবার দেশে ফেরা নিয়েও সৃষ্টি হয়েছে রহস্যশাবনূর দেশে ফিরেছেন এমনটি নিশ্চিত করতে পারেননি তার স্বঘোষিত প্রেমিক, প্রযোজক, পরিচালকরাওশাবনূরের দেশে ফেরার কথা পত্রপত্রিকা জেনেছে তার সৎবাবা শাজাহান চৌধুরীর মাধ্যমেশাবনূরের জন্মদাতা পিতা কাজী নাসির সিলেটে বাসে লাগা আগুনে পুড়ে মারা গেছেন বছর দুয়েক আগে
সৎবাবার বরাত দিয়ে সন্তান হওয়ার পর জানা গিয়েছিল শাবনূর এসে সন্তান নিয়ে স্বামী অনিক মাহমুদের বাসায় উঠবেনএরপর জমকালো অনুষ্ঠান হবেকিন্তু শাবনূর ফিরলেন, শ্বশুরবাড়িতে ঈদ করলেন, পরে নিজের ইস্কাটনের বাসায় ফিরে এলেন এবং এখনও ইস্কাটনের বাসাতেই অবস্থান করছেন- এসব তার ওই সৎবাবার বরাত দিয়ে জানাশাবনূর কারও সঙ্গে যোগাযোগ করছেন নাস্বামীর সঙ্গেও থাকছেন না যে কোন সময় অস্ট্রেলিয়া চলে যেতে পারেন- এসব চলচ্চিত্র শিল্পের গুঞ্জন
আবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেনরিয়াজ-নিপুণের সঙ্গে অভিনয় করবেন এসব খবরও দ্রুত ছড়িয়ে পড়েছেঅথচ অবুঝ ভালবাসাস্বপ্নের বিদেশনামে দুটি ছবি শেষ করার কোন উদ্যোগ নেই তারতাকে নিয়ে নির্মিত মোস্তাফিজুর রহমান মানিকের এমনই তো প্রেম হয়মুক্তিরও কোন উদ্যোগ নেইকারও সঙ্গে দেখা নেই, কথা নেই, অথচ নতুন ছবির আওয়াজকতদিন দেশে আছেন, কখন হুট করে চলে যাবেন তারও কোন নিশ্চয়তা পাচ্ছেন না ঘনিষ্ঠজনরাওবক্স অফিসে কোন মূল্য নেই, দর্শকদের কাছে চাহিদা নেই, নির্মাতাদের কাছে কোন কদর নেই- তারপরও শাবনূরের লুকোচুরির শেষ নেইতার লুকোচুরি খেলার অভ্যাসটা এখন আড্ডায় প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে
এবং সবচাইতে বড় প্রশ্ন, আসলেই কি দেশে ফিরেছেন তিনি? নাকি সবই একটা সাজানো খেলা?

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: