Sunday, 23 November 2014

ক্যাটরিনাকে সবার সামনে এভাবে টিপ্পনী কাটতে পারলেন সালমান!


তারা সাবেক প্রেমিক-প্রেমিকা হলেও দুজনার মাঝে বোঝাপড়া এখনো বেশ ভাল বলেই মনে হচ্ছিলতবে একমাত্র আদুরে বোনের বিয়েতে রণবীরকে নিমন্ত্রণ না জানানো হলেও ক্যাটরিনা কিন্তু ঠিকই অর্পিতার বিয়ের প্রতিটি অনুষ্ঠানে অংশ নেনশুধু তাই নয়, সঙ্গীতের দিন স্টেজে এই আবেদনময়ী নায়িকা চিকনি চামেলি গানে পারফর্ম করেনতবে এখান থেকেই শুরু হয় নতুন কাহিনী
বলিউডের খানের আদুরে ছোটবোনের বিয়ের সঙ্গীত নাইট বলে কথাআমির থেকে শুরু করে মিকা সিং এবং সালমান সবাই স্টেজে উঠে নেচেছেনএমন সময় হঠাৎ করেই চিকনি চামেলিগানটি বেজে ওঠেতখন সালমান স্টেজে মাইক হাতে নিয়ে উচ্চস্বরে ক্যাটরিনার নাম উচ্চারণ করেন এবং বলেন, কই ক্যাটরিনা তোমার গান বাজছে প্লিজ, স্টেজে ওঠে আসো
সালমানের এমন কান্ডে ক্যাটরিনা হকচকিয়ে গেলে নিজেকে করণ জোহরের পেছনে লুকানোর চেষ্টা করেনতখন সালমান বলেন, করণ আপনি কি দয়া করে ক্যাটরিনাকে স্টেজে নিয়ে আসবেন? এর পরিপ্রেক্ষিতে ক্যাটরিনা যখন স্টেজে উঠে নাচতে অসম্মতি জানান তখন সালমান বলেন, আচ্ছা ঠিক আছে, ক্যাটরিনা কাইফ নয় ক্যাটরিনা কাপুরআপনি কি স্টেজে আসবেন?
এখন কি আর বসে থাকতে পারেন ক্যাটরিনা? সালমানের এমন টিপ্পনী শুনে বসে থাকতে না পেরে স্টেজের দিকে যেতে শুরু করলে সালমান আবারও ক্যাটরিনাকে খোঁচা মেরে বলেন, আমি কী করব বল,ক্যাটরিনা খান হবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তো কাপুরই বেছে নিলে!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: