Sunday, 23 November 2014

ক্যারিয়ার নিয়ে বিপাকে মেহজাবীন, কী হতে যাচ্ছে ভবিষ্যৎ?


লাক্সতারকা মেহজাবীন চৌধুরী ত্রিমুখী সঙ্কটের মধ্যে রয়েছেনসঙ্কটগুলো হচ্ছে একের পর এক চলচ্চিত্র হাতছাড়া হওয়া, অভিনয়ে সীমাবদ্ধতা ও ভাষাগত সমস্যাঅনেক দিন ধরে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করলেও কিছুতেই যেন পরিত্রাণ পাচ্ছেন নাযে স্বপ্ন নিয়ে তিনি মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন, এসব সঙ্কটের কারণে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে
মেহজাবীন প্রমিত বাংলা ভাষা ছাড়া আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন না কারণে শহুরে গল্প ছাড়া অন্য কোনো নাটক কিংবা টেলিছবির প্রস্তাব এলে তা তাকে ফিরিয়ে দিতে হচ্ছেএ প্রসঙ্গে মেহজাবীন বলেন, 'আমি কখনো গ্রামের নাটকে অভিনয় করিনিএ ধরনের নাটকে অভিনয় করতেও পারি নাসত্যি কথা বলতে কি, দীর্ঘদিনেও আমি আঞ্চলিক ভাষা রপ্ত করতে পারিনিতাই গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করতে পারছি না'
অভিনয়ের ক্ষেত্রেও মেহজাবীনের সীমাবদ্ধতা রয়েছেধারাবাহিকে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনিতাই শুধু খণ্ড নাটক-টেলিছবিতেই অভিনয় করছেন এ কারণে টিভি পর্দায় তাকে খুব কম দেখা যাচ্ছেএ প্রসঙ্গে মেহজাবীনের ভাষ্য_ 'দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করতে আমার কাছে খুবই বিরক্তিকর লাগেতাই ধারাবাহিক নাটক এড়িয়ে চলছিবর্তমানে আমি শুধু খণ্ড নাটক-টেলিছবি নিয়েই ব্যস্ত আছি'
তিনি আরো বলেন, 'একক নাটক বা টেলিছবিতে প্রতিদিন নতুন নতুন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছিধারাবাহিকে সে সুযোগটা নেইএ ক্ষেত্রে একটা চরিত্রেই দীর্ঘদিন অভিনয় করতে হয়একসময় এসে আসল গল্পটা পানসে হয়ে যায়তা ছাড়া অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দর্শকরাও ধারাবাহিক নাটক নিয়মিত দেখেন না তবে বিশেষ দিবস উপলক্ষে প্রচারিত খ- নাটক-টেলিছবিগুলো দর্শকরা কিছুটা হলেও দেখে থাকেন'
এদিকে, ক্যারিয়ারের শুরু থেকে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার প্রত্যাশা করছিলেন মেহজাবীনকিন্তু এ ক্ষেত্রেও ভাগ্যলক্ষ্মী তার সহায় হচ্ছে না ইতোমধ্যে বেশ কটি ছবি তার হাতছাড়া হয়ে গেছেএ প্রসঙ্গে তিনি বলেন, "কয়েকটি ছবি হাতছাড়া হওয়ার পর 'পরবাসিনী'-তে অভিনয়ের সুযোগ পেয়েছিকিন্তু অনেক আগে শুটিং শেষ করলেও ছবিটি এখনো মুক্তির আলো দেখেনিঅন্যদিকে 'ডুবোশহর' ছবিতে অভিনয় করার কথা থাকলেও এর শুটিংয়ের তারিখ বার বার পেছানো হচ্ছেএসব নিয়ে আমি অনেকটা হতাশার মধ্যেই রয়েছি।"

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: