Sunday, 23 November 2014

বিয়ের পর মুটিয়ে গেছেন সারিকা


নন্দিত এবং একই সাথে নিন্দিত তারকা এই সারিকামিডিয়ায় আসার পর থেকেই নিজের ব্যক্তিগত জীবন, অন্য নায়িকাদের সাথে রেষারেষি, প্রেমিক ও প্রেম নিয়ে বারবার আলোচনায় উঠে এসেছেনশুধু তাই নয়, প্রাক্তন প্রেমিকের সাথে বিচ্ছেদের পর নেশায় আসক্ত হবার খবরও মিডিয়া পাড়ায় মুখরোচক গল্প ছিল অনেকদিন
তারপর প্রেম হলো মাহিম করিমের সঙ্গেবাগদান হলো, বিয়ের তারিখও পাকা হয়ে গেলতারপর হঠাৎই জানতে পারা গেল যে ক্যান্সেল হয়ে গিয়েছে সারিকার বিয়ে কেন? কারণ বড় মাহিম করিমও নেশায় আসক্ত এবং দুজনের পরিচয় রিহ্যাবেতবে কাহিনী এখানে শেষ নয়, হুট করেই প্রেমিককে বিয়ে করে ফেললেন সারিকামেনে নিল পরিবারওএখন শুনতে পাওয়া যায় যে বিয়ের পর বেশ সুখেই আছেন তিনি শ্বশুরবাড়িতে শাশুড়ির আদরে বেশ ভালো কেটে যাচ্ছে সময়
তবে কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকায় সাক্ষাতকারে সারিকা জানান যে আবারও মিডিয়ার জগতে ফিরে আসতে চান তিনিসুযোগ পেলে আবারও নিয়মিত অভিনয় ও বিজ্ঞাপনে কাজ করবেনসাক্ষাতকারের সাথে সাম্প্রতিক ছবিও প্রকাশিত হয় তাঁর, আর সেখানেই বাঁধে যত গোলছবিতে স্পষ্ট দেখা যায় যে অনেক মেদ বেড়েছে সারিকার, বেশ অনেকটা মুটিয়ে গেছেন তিনি যা কিছুদিন আগেও ছিল না। (প্রচ্ছদের ছবিতে)
সারিকা এখন আর আগের মত ছিপছিপে নেই, আর ১০ জন বাঙালি নারীর মতই বিয়ের পর বেশ অনেকটা ওজন বেড়েছে তাঁরমিডিয়ায় এখন সারিকার সাম্প্রতিক ছবির দেখা মেলে না, তবে ফেসবুকের পাতায় গেলে দেখা যায় সেলফিসেখানেও চোখে পড়ে সারিকার বাড়তি ওজন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: