৯০ দশকে বলিউডে সারা জাগানো অভিনেত্রী মমতা কুল্কারনি হঠাৎ করেই হারিয়ে যান।উড়ো খবর পাওয়া যায় কেনিয়ায় মাফিয়া ডনের সাথে বেশ ভালই আছেন এই অভিনেত্রী। তবে অনেকটা গা ঢাকা দিয়ে থাকা এই অভিনেত্রী সম্প্রতি গ্রফতার হয়েছন।কেনিয়ার মাদক নিয়ন্ত্রণ সংস্থা এবং মোম্বাসা পুলিশের এক যৌথ অভিযানে সেলুলয়েড কুইনকে স্বামীসহ গ্রেপ্তার করা হয়। তবে কি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত ২০০০ সালের পর থেকে পর্দায় তাকে আর তেমনটি দেখা যায়নি। ভিকি স্বামী নামের এক মাদক সম্রাটকে বিয়ে করে নিরুদ্দেশ হয়ে যান মমতা। ১৯৯৭ সালে দুবাইতে মাদক মামলায় ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয় ভিকিকে। জেলে থাকা অবস্থায় তাকে বিয়ে করেন মমতা। ১৫ বছর জেল খেটে ২০১২ সালে ছাড়া পান ভিকি।
উল্লেখ্য, গত শতাব্দীর শেষ দশকে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেত্রীর একজন ছিলেন মমতা কুল্কারনি।‘আশিকি আওয়ারা’ সিনেমাতে অভিনয় করে ‘ফিল্মফেয়ার বেস্ট নিউ ফেস অ্যাওয়ার্ড’ জিতে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু ১৯৯৩ সালে স্টারডাস্ট ম্যাগাজিনের জন্য ‘টপলেস’ ছবি পোজ দিয়ে বিতর্কের মুখে পড়েন করন-অর্জুনের বিন্দিয়া খ্যাত এ অভিনেত্রী।

0 comments: