Thursday, 6 November 2014

শিরোনামে থাকার জন্য অন্তর্বাস পরে নাচলেন সানি লিওন! (ভিডিও)


সমালোচকরা তাকে ভালো চোখে দেখা শুরু করেছিলেনতবে সানি যেন আবার বিতর্কে জড়াতে শুরু করলেন অকারণেইখবরের শিরোনাম হয়ে থাকতে সবসময়ই ভালবাসেন বলিউডের শিহরণ জাগানো অভিনেত্রী সানি লিওনবেশ কিছুদিন ধরে সানি লিওন কমেডি ঘরানার ছবি মস্তিজাদের শ্যুটিংয়ের জন্য থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটালেও খুব শীঘ্রই মুম্বাইয়ে ফিরতে চলেছেন
টানা শ্যুটিংয়ে ক্লান্ত মস্তিজাদের টিমকে উৎফুল্ল করতে অভিনব কিছু করে দেখানোর তাগিদে সানি যা করেছেন, তা একান্তভাবে তার পক্ষেই করা সম্ভবসানি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মস্তিজাদের টিমের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেনভিডিওটিতে নিজের রুমে মাথায় অন্তর্বাস পরে নিয়ে ৭০ দশকের একটি গানে নেচেছেন সানিমাথা থেকে অন্তর্বাস খুলে যাওয়া পর্যন্ত নেচেছেন তিনি

ভিডিওটি ইন্সটাগ্রামে আপলোড করার আগে টুইটার অ্যাকাউন্টেও টুইট করে ভিডিও শেয়ারের বিষয়টি ভক্তদের জানান সানি লিওন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ 


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: