Wednesday, 5 November 2014

ইমরান হাশমির প্রেমের আগুনে আবেদনময়ী শ্রদ্ধা কাপুর! (ছবি ও ভিডিও)


সেই পাশের বাড়ির মিষ্টি মেয়েটি আর নেই শ্রদ্ধা কাপুরআশিকি টু এর সেই ভালো মেয়ের ইমেজ থেকে বেরিয়ে তিনি এখন আগুনের মত উত্তাপ ছড়াচ্ছেন বলিউডে প্রথমে তো খোলামেলা একাধিক ফটোশুটে অংশ নিলেনতারপর দারুণ আবেদময়ী রূপে আগুন ছড়ালেন বড় পর্দায়অবশ্য ইমরান হাশমির মত সিরিয়াল কিসারের সাথে জুটি বাঁধতে গেলে আবেদনময়ী হতে হবে বৈকি! শুনতে পাওয়া গেছে যে নতুন এই সিনেমায় একাধিক চুম্বন দৃশ্যেও অংশ নিয়েছেন এই দুই তারকা
অবশ্য অনেকেই বলছেন যে এই জাদু ইমরান হাশমিরসাধারণত নিজের নায়িকাদের পর্দায় তেমন একটা সুযোগ দেন না এই নায়ক কিছুতেই, কিন্তু শ্রদ্ধার ব্যাপারটা কেমন যেন অন্যরকমসিনেমায় শ্রদ্ধা কোন অংশে কম যাবেন না ইমরানের চাইতে, অন্যদিকে শ্রদ্ধার লুকের দিকেও মনযোগ দেয়া হয়েছে অনেকসব মিলিয়ে ইমরানের ছোঁয়ায় শ্রদ্ধা হয়ে উঠেছেন যেন ঝলমলে এক তারকাদেখে নিন নতুন সিনেমার "ড্যান্স বাসান্তি" শিরোনামের গানে কীভাবে পর্দা মাতাচ্ছেন এই দুই তারকা রইলো কিছু ছবি ও ভিডিও


চলুন, উপভোগ করা যাক ভীষণ আকর্ষিণীয় সেই গান "ড্যান্স বাসান্তি"

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: