Thursday, 9 October 2014

সালমান খানের এই সুন্দর শরীর আসলে ভুয়া! (দেখুন ছবিতে)


সালমান খানের কোন সিনেমার নাম শুনলেই প্রথমে আপনার মাথায় যে বিষয়টি নাড়া দিবে তা হল শার্ট ছাড়া সালমানের আকর্ষণীয় শরীর। আর সালমানের শরীর মানেই তো নারীর হৃদয় কাঁপানো আকর্ষণীয় সিক্স প্যাক। আকর্ষণীয় শরীরের অধিকারী বলেই তো আজ তিনি নারীদের কাঙ্ক্ষিত পুরুষ। কেবল নারী ভক্তদের কাছেই নয়, এই অভিনেতা তার এই আকর্ষণীয় সিক্স প্যাক এবং সুগঠিত শারীরিক অবয়বের কারণে ছেলে ভক্তদের কাছেও সমান জনপ্রিয়। কিন্তু ভাবুন তো যেই সালমান খানের আকর্ষণীয় সিক্স প্যাক অ্যাবস দেখে আপনি যার স্বপ্ন দিবারাত দেখছেন, যার মতো শরীর বানাতে আপনি দিনরাত এক করে দিচ্ছেন, সেই আকর্ষণীয় শরীরটা যদি হয় নকল?
কি পিলে চমকে যাবার উপক্রম তো! তবে হৃদয় ভেঙ্গে খানখান হয়ে যাবার জন্য প্রস্তুত হন। কারণ যেই সালমানের সিক্স প্যাক অ্যাবস আপনাকে মোহিত করে, সেগুলো আসলে ক্যামেরা এবং গ্রাফিক্সের কাজসাজি।
সম্প্রতি বলিউডের এক অনুসন্ধানমূলক খবরে পাওয়া যায় যে, সিক্স প্যাক অর্জনের জন্য সালমান খান পর্দায় কাঁচির নিচ দিয়ে গিয়েছেন। গোলমেলে লাগছে? সব জট খুলতে শুরু করবে, কাহিনীটা মন দিয়ে পড়ুন একবার।
সিনেমার একটি দৃশ্যে সালমানের নিখুঁত সিক্স প্যাক অ্যাবস ছিল প্রয়োজন। তাই সিনেমার পরিচালক কবির খান টেকনোলজির মাধ্যমে সালমানের ‘প্লেইন বেলি’তে খেলিয়েছেন ছয়টি ঢেউ(সিক্স প্যাক)। এমন খবর জানার পর সালমান তার পরিচালক, প্রযোজককে নিয়ে বৈঠক বসেন এবং জানিয়ে দেন যে তার নকল এই সিক্স প্যাকের কথা ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দেয়া উচিৎ। নাহলে ভক্তরা ভুল বুঝতে পারে।
গত শুক্রবার সালমানের শুটিংয়ের একটি ভিডিও হঠাৎ করেই ছড়িয়ে পড়ে। আর সাথে সাথে পুরো বলিউডে আলোড়ন তৈরি করে । আর এই খবরটি প্রকাশ করে Tata Elixes, এক থা টাইগার সিনেমায় সালমানের শার্টলেস সিনের ভুল সংশোধন করিয়ে দেয়।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় যে, সালমানের সিক্স প্যাক কম্পিউটারের কাজসাজি। সালমানের স্বাস্থ্য বেশ সুঠাম আর এই তারকার শারিরিক গঠনের কারণে যদিও বা সালমান চান সিক্স প্যাক অর্জন করতে তবে তাকে অবশ্যই রোগা হতে হবে। যা একেবারেই অসম্ভব। কাজেই পর্দায় এই সুদর্শন হিরোকে আর বেশি হিরোয়িক দেখাতেই পরিচালক এমন সিদ্ধান্ত নেন। আর 'প্লেইন বেলি' অধিকারি সালমান হয়ে গেলেন সিক্স প্যাকের অধিকারি!
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ সুত্র জানায়, সাধারনত এমন পরিস্থিতিতে ভিএফএক্স ব্যবহার করা হয় । এতে ভুল ধরা পড়ে কম। চলচ্চিত্র অঙ্গনের একজন জানায় যে শাহরুখ খানের সিনেমা রাওয়ানেও ভিএফএক্স র ব্যবহার করে শাহরুখ খানকে আরো বেশি বাস্তবিক দেখানোর চেষ্টা করা হয়।
তবে যত যাই বলা হোক, সালমানের ভক্তদের জন্য এমন একটি মর্মান্তিক সত্য এভাবে সামনে আসাটা বেশ কষ্টদায়ক বৈকি!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: