Wednesday, 15 October 2014

শাহরুখকে পাত্তা না দিয়েই আমির 'হ্যাপি নিউ ইয়ার'র সাথে জুড়ে দিলেন পিকের ট্রেলার!


বলিউডে নতুন গুঞ্জন সৃষ্টি হয়ে। ধারণা করা হচ্ছে আমির- শাহরুখের সম্পর্ক আরও একবার ঘোলা হতে চলেছে। তবে এবার যেন জ্বলন্ত সম্পর্কে ঘি ঢাললেন স্বয়ং আমির খান। এই অভিনেতা তার'তারে জামিন পার', 'গাজিনী' ও 'থ্রি ইডিয়টস' সিনেমার ট্রেইলার মুক্তি দিয়েছিলেন দিওয়ালির মৌসুমে। এরই ধারাবাহিকতায় এবারও দিওয়ালির মৌসুমে আমির তাঁর পিকে সিনেমার ট্রেইলার মুক্তি দেওয়ার জন্য ব্যাপক আগ্রহী ছিলেন। এখান থেকেই কাহিনীর শুরু।
তবে শুনুন, দিওয়ালিকে মাথায় রেখে ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন সিনেমা 'হ্যাপি নিউ ইয়ার'।শাহরুখের এ সিনেমার সঙ্গে আমির তার পিকে সিনেমার ট্রেইলার যুক্ত করেছেন। কিন্তু এ ক্ষেত্রে শাহরুখকে পাত্তা না দিয়ে আমির সরাসরি যোগাযোগ করেছেন সিনেমার পরিবেশকদের সঙ্গে। শাহরুখের অনুমতি না নিয়েই তার হ্যাপি নিউ ইয়ার সিনেমার সঙ্গে আমির পিকে সিনেমার ট্রেইলার মুক্তির এ ব্যবস্থায় বলিউডে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
শুরুতে হায়দার সিনেমার সঙ্গে পিকে সিনেমার ট্রেইলার মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমির চাচ্ছিলেন বড় বাজেটের নামডাকঅলা কোনো প্রযোজনা সংস্থার সিনেমার সঙ্গে পিকের ট্রেইলার মুক্তি পাক। এ জন্যই হ্যাপি নিউ ইয়ারকে বেছে নেন তিনি।
এদিকে, অজয় দেবগনের সঙ্গে শাহরুখের দ্বন্দ্ব থাকলেও কিং খানকে ফোন দিয়ে অজয় তাঁর অ্যাকশন জ্যাকসন সিনেমার ট্রেইলার হ্যাপি নিউ ইয়ার সিনেমার সঙ্গে মুক্তি দেওয়ার অনুরোধ করেন। শাহরুখও অজয়ের এ প্রস্তাবে সানন্দে রাজি হন। এ ছাড়া দিবাকর ব্যানার্জি পরিচালিত ডিটেক্টিভ ব্যোমকেশ বকশি সিনেমার ট্রেইলারও মুক্তি পেতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার সিনেমার সঙ্গে।



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: