বলিউডের দুই সুপারস্টারের মাঝে যে সম্পর্ক কখনোই মধুর ছিল না তা আমাদের অজানা নেই কারোই। কিন্তু খবরের শিরোনামটি বলছে আরেক কথা। যদি খবর সত্যি হয়ে থাকে তবে তা সালমান-শাহরুখ খান ভক্তদের আশা পূরণ হবার মতই। আর বলিউডের জন্যও এটি কম প্রাপ্তির হবে না।
'কিক'খ্যাত অভিনেতা সালমান খানের ডাকে সাড়া দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আমন্ত্রণে 'বিগ বসে'র অষ্টম মৌসুমে অংশ নিচ্ছেন কিং খান। এ অনুষ্ঠানে তিনি তার নতুন সিনেমা 'হ্যাপি নিউ ইয়ারে'র প্রচারণা চালাবেন।
বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই চিত্রনায়ক শাহরুখ খান ও সালমান খান। প্রায় একযুগ ধরে তাদের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। কখনো এ লড়াই পরিবেশ ও পরিস্থিতে শীতল হচ্ছে, আবার কখনো বা তুঙ্গে উঠছে। তবে বর্তমানে শাহরুখ ও সালমানের দূরত্ব কমে প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় 'হ্যাপি নিউ ইয়ারে'র পুরো টিম নিয়ে ৪৮ বছর বয়সী সালমানের অনুষ্ঠানে যেতে রাজি হয়েছেন কিং খান।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, "সালমান আমার নতুন সিনেমার প্রচারণার জন্য 'বিগ বসে' আমন্ত্রণ জানিয়েছে। তার আমন্ত্রণ আমি গ্রহণ করেছি। অচিরেই হ্যাপি নিউ ইয়ারে'র পুরো টিম নিয়ে 'বিগ বসে' হাজির হচ্ছি।"
২১ সেপ্টেম্বর থেকে কালারস চ্যানেলে 'বিগ বস ৮'-এর প্রচার শুরু হবে। 'বিগ বসে'র ওই বিশেষ পর্বে শাহরুখ তার অভিনীত নতুন সিনেমা নিয়ে কথা বলবেন। ওই সময় শাহরুখের সঙ্গে থাকবেন দীপিকা পাডুকোনও।
প্রসঙ্গত ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে গিয়ে শাহরুখ-সালমান দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। তারপর থেকে একে অন্যের মুখ দর্শন করতেন না তারা। তবে থেমে যাওয়া সেই রেলগাড়ি সম্প্রতি আবার সচল হয়েছে।

0 comments: