Friday, 12 September 2014

'হেট স্টোরি থ্রি'তেও কি থাকছে উত্তেজনার ছোঁয়া?


হেট স্টোরি টু’-র পর এবার হেট স্টোরি থ্রি৷ নভেম্বর থেকে শুটিং ফ্লোরে নামছেহেট স্টোরি থ্রি'র টিমএই বছরের ১৮ জুলাই মুক্তি পেয়েছিল বিশাল পান্ডে পরিচালিত হেট স্টোরি টুবক্স অফিসে সিনেমাটি ভাল ব্যবসা করায় পরিচালকহেট স্টোরি টুর সিকুয়েল আবার সিনেমা তৈরির জন্য মনোস্থির করেছে
২০১২ সালে বিবেক অগ্নিহোত্রীর ডিরেকশনে হেট স্টোরি’-র আবেদনময়ী দৃশ্যে নিজেকে মেলে ধরেছিলেন ব্ল্যাক বিউটি পাওলি দামতার আবেদনময় উপস্থাপনে ভেসেছিল হেট স্টোরিদর্শকএরপর খুব স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহগুলোতে লাইন পড়ে গিয়েছিল পাওলির সেই সাহসী দৃশ্যায়নকে বড় পর্দায় উপভোগ করতে বক্স অফিস রেকর্ড ভাল হওয়ায় এর সিকুয়েলে ফিল্ম মেকার বিশাল পান্ডে তৈরি করেছিলেন হেট স্টোরি টু'এই সিরিজে সেক্স অ্যাপিল প্রদর্শন করে দর্শকের মন জয় করেছেন সুরভীন চাওলাশুধু ক্যামেরায় আবেদন নয়, পাশাপাশি ছিল থ্রিলারও
তবে পরিচালক বিশাল পান্ডে তার আগামী সিনেমা হেট স্টোরি থ্রিতে কিছু পরিবর্তন আনতে চানহেট স্টেরিসিরিজের দুটো ভাগে যৌন আবেদনের দৃশ্যগুলোতে বেশী আলোকপাত করা হলেও এইভাগে তার প্রভাব কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন তিনি
তার মতে শুধু কিছু উত্তেজনাপূর্ণ দৃশ্য দিয়ে সিনেমা হিট করানোই উদ্দেশ্য নয়, তাই এবারে কিছু নতুন চ্যালেঞ্জ নিতে উদ্যোগী হয়েছেন বিশাল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সিনেমারর স্ক্রিপ্টকিন্তু ছবির কাস্ট অ্যান্ড ক্রু এখনো চূড়ান্ত হয়নিআগামী দুই সপ্তাহের মধ্যে সিনেমার হেট স্টোরি থ্রির তারকা লিস্ট তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন এই পরিচালক

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: