গত কিছুদিন ধরে
ফেসবুকে জুড়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টারদের শাড়ি পরা নিয়ে চলেছে বিশাল তুলকালাম কান্ড। সবাই স্ট্যাটাস আর কমেন্ট করতেই ব্যস্ত। আমার ফিড ভরে গেছে
এই সব আলোচনা দেখতে দেখতে। এখন
আর পড়তেও ভালো লাগছে না। বিরক্তিকর অবস্থা। যখন
একটা ইস্যু উঠলো তো, সবাই ঝাপ দিয়ে পড়লো।
ব্লাউজের উপর দিয়ে শাড়ি পরবে, নাকি ব্লাউজের নীচ দিয়ে শাড়ি পরবে - সেটাও এখন বাঙালীর জন্য বিতর্কের বিষয় হয়ে উঠেছে। বলিউডের যাবতীয় ফ্যাশন এখন বাংলাদেশের মাটিতে। কিন্তু শুধু কি বলিউড? এই ছবিটি দেখুন। এটা আর-টিভিতে প্রচারিত একটি ফ্যাশন শো-র ছবি।
বুঝলাম, ফ্যাশন শো-তে অনেক রকমের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা হয়, যা হয়তো বাস্তবে পালন করা হয় না। কিন্তু বাংলাদেশ কিন্তু তেমন জায়গা না। বাংলাদেশের মানুষ টিভিতে যা দেখে, তাই পালন করে। ঢাকা শহরেই এখন অনেক মেয়ে বুকের ভাজ দেখিয়ে উন্মুক্ত ঘুরে বেড়ায়। পাখি শাড়ি না হলে আত্মহত্যা করে। এটাই বাস্তবতা।
এই ফ্যাশন শো-তে দেখা যাচ্ছে, মাথায় হিজাব পরার মতো একটি বিষয় দেখানো হচ্ছে। এবং সত্যি কথা হলো, এভাবে পোষাক মেয়েরা পরতে শুরু করেছেন।
এখন কথা হলো - পাগড়ি পরে নামাজ পড়লে ৭০গুন বেশি ছওয়াব। তাই বলে লুংগি খুলে মাথায় বাধতে বলে নাই। মহামান্য স্টাইলিস্ট হিজাবী আপারা, সেলোয়ার কামিজ, শাড়ি কেটে মাথায় হিজাব দেয়ার দরকার নাই। আগে বুক, পেট ঢেকে তারপর মাথায় হিজাব দেন। ফাইজলামী ছাড়েন।
ব্লাউজের উপর দিয়ে শাড়ি পরবে, নাকি ব্লাউজের নীচ দিয়ে শাড়ি পরবে - সেটাও এখন বাঙালীর জন্য বিতর্কের বিষয় হয়ে উঠেছে। বলিউডের যাবতীয় ফ্যাশন এখন বাংলাদেশের মাটিতে। কিন্তু শুধু কি বলিউড? এই ছবিটি দেখুন। এটা আর-টিভিতে প্রচারিত একটি ফ্যাশন শো-র ছবি।
বুঝলাম, ফ্যাশন শো-তে অনেক রকমের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা হয়, যা হয়তো বাস্তবে পালন করা হয় না। কিন্তু বাংলাদেশ কিন্তু তেমন জায়গা না। বাংলাদেশের মানুষ টিভিতে যা দেখে, তাই পালন করে। ঢাকা শহরেই এখন অনেক মেয়ে বুকের ভাজ দেখিয়ে উন্মুক্ত ঘুরে বেড়ায়। পাখি শাড়ি না হলে আত্মহত্যা করে। এটাই বাস্তবতা।
এই ফ্যাশন শো-তে দেখা যাচ্ছে, মাথায় হিজাব পরার মতো একটি বিষয় দেখানো হচ্ছে। এবং সত্যি কথা হলো, এভাবে পোষাক মেয়েরা পরতে শুরু করেছেন।
এখন কথা হলো - পাগড়ি পরে নামাজ পড়লে ৭০গুন বেশি ছওয়াব। তাই বলে লুংগি খুলে মাথায় বাধতে বলে নাই। মহামান্য স্টাইলিস্ট হিজাবী আপারা, সেলোয়ার কামিজ, শাড়ি কেটে মাথায় হিজাব দেয়ার দরকার নাই। আগে বুক, পেট ঢেকে তারপর মাথায় হিজাব দেন। ফাইজলামী ছাড়েন।


0 comments: