তারকাদের সন্তানরাও
তাদের বাবা-মার মতই জনপ্রিয়। একজন তারকাকে ঘিরে সাধারণ
মানুষের কৌতূহলের যেমন শেষ থাকেনা, ঠিক তেমনি
সেই সব তারকাদের সন্তানদের ঘিরেও কাজ করে চরম
আগ্রহ। তবে বর্তমানে বলিউডের হট টপিকে পরিণত হয়েছেন নাভিয়া
নাভেলি নান্দা। ভাবছেন এ আবার কে? এই মেয়ে হচ্ছে অমিতাভের নাতনী। অবশ্য অমিতাভের নাতনি হিসাবে নয়, বলিউডে সে
সমালোচিত নিজের বেয়াড়া আচরণের জন্য। এই তো কিছুদিন আগেই শাহরুখ খানের ছেলের সাথেও তাঁর একটি আপত্তিকর ছবি বের হয়!






অমিতাভের নাতনী যা মন চায় করুক আমাদের তাতে কি ?
ReplyDelete