ব্রিটিশ মডেল কেটি
প্রাইস নিজের অতীতের একটি একটা ঘটনার কথা জানিয়ে বলেন তিনি যখন সাত বছরের তখন এক অজ্ঞাত ব্যক্তি তাকে যৌন নির্যাতন করে। একটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী একটি ইন্টারনেট রেডিও স্টেশনে নিজের
সাপ্তাহিক কার্যক্রমের সময় এই কথা স্বীকার
করেন কেটি।
কেটি
জানান, ‘আমি পার্কে ঝোপের পাশে
দাঁড়িয়েছিলাম। সেই সময়
আমার সাত বছর বয়স। আমার মা
আইসক্রীম কিনছিলেন। আমি আজও ওই লোকটির চেহারা মনে করতে পারি। আমি জানতাম না ওর কত বছর
বয়স ছিল কিন্তু সে সময় তাকে আমার বেশ বয়স্ক বলেই মনে হয়েছিল। কেউই এই
ঘটনা কোনো দিন ভুলতে পারে না।’ ৩৬
বছর বয়সী এই মডেল জানান, পুলিশ ঘটনাস্থল
থেকে কিছু কাপড় নিজের সঙ্গে নিয়ে গেলেও ওই ব্যক্তি কোনো দিনই ধরা পরেনি। যদিও
কেটি এর আগেও জানিয়েছিলেন এক বিখ্যাত ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন কিন্তু তাঁর নাম আজও জানেন না তিনি।

0 comments: