Sunday, 13 July 2014

শরীরে আঘাতের ছবি পুলিশকে দেখালেন প্রীতি!



প্রীতি জিনতা বনাম নেস ওয়াদিয়ার কেস নিয়ে এ পর্যন্ত জল কম ঘোলা হয়নি। প্রীতির কেস, নেস ওয়াদিয়ার অস্বীকার, প্রীতিকে মিথ্যাবাদী প্রমানের চেষ্টা, পাল্টা কেস- সব মিলিয়ে একটা যা তা অবস্থা। সর্বশেষ খবরটা হলো এবার মুম্বাই পুলিশ কমিশনারের হাতে প্রীতি তুলে দিয়েছেন নেসের হাতে নির্যাতনের ছবি। ছবিগুলো একটি ভিডিও ফুটেজ থেকে সংগ্রহ করা। নেসের হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর পর তোলা ওই ফুটেজ থেকে চারটি স্থিরচিত্র সংগ্রহ করে তা কমিশনার রাকেশ মারিয়ার কাছে জমা দিয়েছেন প্রীতির আইনজীবী।
পুলিশ জানিয়েছে, প্রীতির জমা দেওয়া ছবিগুলো সত্যি প্রমাণ হলে বড় ধরনের ঝামেলায় পড়বেন নেস। কেননা, আদালতে এই ছবিগুলো প্রীতির অভিযোগের পক্ষে বড় ধরনের প্রমাণ হিসেবে কাজ করবে।
এদিকে ভাইয়াজি সুপারস্টার ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রীতি। বেশ কিছুদিনের বিরতির পর আবারও বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে এই তারকাকে।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: