Thursday, 17 July 2014

মেরিকমে পুরুষালি প্রিয়াংকা চোপড়া (দেখুন ছবিতে)


জল্পনা কল্পনা বেশ অনেকদিন ধরে শুরু হয়ে গিয়েছিলশুধু তাঁর ভক্তরা নন বরং গোটা বলিউড উন্মুখ হয়ে তাকিয়ে আছে সিনেমাটির মুক্তির দিকেনিজের প্রায় সব প্রচেষ্টা এক করে দিয়ে মেরি কমের বায়োপিকে অভিনয় করেছেন পিগি চপস
সিনেমার অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা আলাদাভাবে অলিম্পিকের চ্যাম্পিয়ন বক্সার মেরির সঙ্গে বেশ অনেকদিন আলোচনা করেছেন এবং স্বয়ং বক্সারের প্রিয়াঙ্কার অভিনয়ের কিছু ঝলক দেখে মনে হয়েছে সিনেমাটি অসাধারণ হচ্ছে মিলখা সিং এর জীবনী নিয়ে ভাগ মিলখা ভাগএর সাফল্যের পর বলিউডে খেলোয়াড়দের জীবনী নিয়ে সিনেমা তৈরির নতুন ধারা শুরু হয়েছেসেই ধারার একটি নতুন সংযোজন ঘটছে মেরি কমের বায়োপিকটি দিয়ে
সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে বক্সিং থেকে শুরু করে বিভিন্ন শারীরিক কসরত শিখতে হয়েছেঅভিনেত্রী নিজে জানিয়েছেন এখন পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছি তারমধ্যে সব থেকে কঠিন ও চ্যালেঞ্জিং রোল এই সিনেমারএর আগে ফারহান এত অসাধারণ অভিনয় করেছেন মিলখা সিংয়ের চরিত্রে যে না চাইলেও তুলনা চলে আসছেতবে আমি আমার শ্রেষ্ঠ অভিনয় করার চেষ্টা করেছি
সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত ছবির চিত্রনাট্য লিখেছেন সাঁই কাদরাস, পরিচালনা করেছেন উমঙ্গ কুমার ১৫ জুলাই প্রিয়াঙ্কা টুইটার অ্যাকাউন্টে প্রথম প্রকাশ করলেন নিজের নতুন সিনেমার একদম অন্য ধরনের লুকসিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর
 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: