Monday, 14 July 2014

হাওয়া থেকে পাওয়া- ফেসবুকে ঘোষণা দিয়ে হৃদয়-সুজানার "অসম" প্রেম!


অবশেষে ফেসবুকে মডেল-অভিনেত্রী সুজানার সাথে প্রেম করছেন বলে ঘোষণা দিলেন সময়ের আলোচিত গায়ক হৃদয় খান। দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যকার সম্পর্ক চলে আসছিল। তবে এই বিষয়ে জানতে চাইলে সংবাদ-মাধ্যমকে বরাবরই এড়িয়ে গিয়েছেন তারা দুজন। হৃদয়-সুজানার পরিচয় মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে। সেবার হৃদয়ের গানে মডেল হয়ে ছিলেন সুজানা। আর প্রথম দেখাতেই ছয় বছরের বড় সুজানার প্রেমে পড়েন হৃদয়। তবে প্রেম কি মানে বয়সের ভেদাভেদ? আর তাইতো হৃদয় খানের প্রেমের আকুতির সামনে বয়স কোনো বাঁধা হয়ে দাঁড়ায়নি সুজানার কাছে।
যদিও প্রথমদিকে এই সম্পর্ক মেনে নেননি হৃদয়ের বাবা সংগীত পরিচালক রিপন খান। একদিকে সুজানার আগে একবার বিয়ে হয়েছে। অপরদিকে হৃদয়খানের চাইতে বয়সে ছয় বছরের বড় সুজানা। অবশেষে ছেলের পছন্দকেই মন দেন তিনি। মিডিয়া পাড়ায় খবর ভাসছিল ধানমন্ডিতে একটি ফ্লাটে একই ছাদের তলায় বসবাস করছেন হৃদয়-সুজানা। প্রশ্ন করতে বলেছেন, আমরা ভালো বন্ধু এবং এর থেকে বেশি কিছু নয়। তবে সম্প্রতি হৃদয়ের ফ্ল্যাটে সুজানার জন্মদিন পালন করেছেন তিনি। আর সেই জন্মদিনে উপস্থিত ছিলেন সংগীত ভুবনের হৃদয়ের কাছের মানুষ জন।
সর্বশেষ হৃদয়ের অ্যালবাম 'ভালো লাগেনা' প্রেমিকা সুজানাকে উৎসর্গ করেছেন তিনি। এমন কি হৃদয় খানের বেশির ভাগ গানের মিউজিক ভিডিও মডেলও সুজানা জাফর। আর এই সবকিছু মিলে হৃদয়-সুজানার প্রেম ছিল মিডিয়াতে একটি ওপেন সিক্রেট ব্যাপার।
তবে আজ শনিবার দুপুরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি। সুজানার সাথে নিজের প্রেমের ঘোষণা দিলেন হৃদয় খান। নিজের ফেসবুক ওয়ালে হৃদয় লিখেন, "আলহামদুলিল্লাহ, এতো বছর পর সুজানা জাফরকে পেলাম। আজ ভালোবাসার মানুষটা ফাইনালি আমাকে ইয়েস বলল। ভালোবাসি এবং ভালোবাসবো সারাজীবন তোমায়। আই এম সো ম্যাশ হ্যাপি থাঙ্কস আল্লাহ।"



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: