মাতৃত্ব নারী জীবনের পূর্ণতার সবচেয়ে বড় নিয়ামক। “মা” এই ছোট্ট কথাটা যেন পৃথিবীর সকল কথার মধুর নির্যাস। আর এবার সেই স্বর্গীয় সুখের ছোঁয়া যে পেতে যাচ্ছেন তিনি তা সকলেই জানতেন। তবে গর্ভবতী হওয়ার পর কেমন আছেন এই তারকা নিশ্চয়ই জানতে ইচ্ছা করে।
আর ভক্তদের সেই ইচ্ছা কেই পূরণ করতে বোধয় নতুন অতিথির আগমনের বার্তা জানিয়ে কিছু আনন্দের মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করেছেন সাবা। এবারই প্রথম তিনি গর্ভকালীন অবস্থার ছবি অনলাইনে প্রকাশ করলেন।
মা-বাবা হচ্ছেন জেনে
বেজায় খুশি সাবা ও মুরাদ পারভেজ দম্পতি। ছবিটি
দেখে অন্তত তাই মনে হচ্ছে। এদিকে এ বছরের অক্টোবর নাগাদ তারা
নিজেদের প্রথম সন্তানের মুখ দেখতে
পারবেন।

0 comments: