Wednesday, 16 July 2014

বিশ্বকাপ নিয়ে নায়লা নাইমের সর্বশেষ অনুষ্ঠান


বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হয়েছে লাইভ কুইজ শো ‘ক্যামব্রিয়ান কলেজ ওয়ার্ল্ড কাপ ফ্রি কিক’ পাওয়ার্ড বাই নিটল টাটা। অনুষ্ঠানটি বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন রাত ১টায় সরাসরি সম্প্রচার হয়েছে এটিএন বাংলায়। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিলো প্রতিটি পর্বে সাধারণ দশকদের মধ্য কুইজ বিজয়ী ২ জন অংশগ্রহনের সুযোগ পেয়েছেন স্টুডিওতে। গত ১১ জুলাই এই অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাইম।
বিশ্বকাপ ফুটবল নিয়ে নায়লা নাইম সাড়া জাগিয়েছেন শুরুতেই। চারিদিকে বিশ্বকাপ নিয়ে যখন আলোচনা চলছিলো তখন আলোচনা আরেকটু বাড়িয়ে দিয়েছেন নায়লা নাইম। প্রথমে ব্রাজিলের থিমে স্বল্প বসনে ফটোশুট করে ছবি আপলোড দিয়েছিলেন তিনি। আর তাতেই পুরো ফেসবুকের ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিলো। এরপর ফেসবুক পেজে তিনি আপলোড করলেন আর্জেন্টিনার পতাকার থিমের পোশাক পরা একটি আবেদনময় ছবি। তারপর তিনি পরলেন জার্মানির পতাকা ও সবশেষে ইংল্যান্ড। আর তাই সাড়া জাগানো এই মডেলের ‘ক্যামব্রিয়ান কলেজ ওয়ার্ল্ড কাপ ফ্রি কিক’ পাওয়ার্ড বাই নিটল টাটা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা নিয়ে তার ভক্তরা বেশ উৎসাহী
অনুষ্ঠানে নায়লা নাইমের হাস্যোজ্জ্বল প্রানবন্ত উপস্থিতি এবং উপস্থিত বুদ্ধি দর্শকদেরকে মুগ্ধ করেছে। বিশ্বকাপ নিয়ে নানান কুইজের উত্তর দিয়েছেন এই আবেদনময়ী সুন্দরী মডেল।
অনুষ্ঠানটির কিছু ছবি তিনি ফেসবুকেও আপলোড দিয়েছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেসবুকে তিনি বলেন ‘ATN Bangla'র ওয়ার্ল্ডকাপ থিম নিয়ে করা প্রোগ্রাম (সেলিব্রেটি কুইজ শো " Cambrian College "ওয়ার্ল্ড কাপ ফ্রী কিক" পাওয়ার্ড বাই Nitol Tata") যাতে ২য় বারের মতো অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ ATN টিম, Zillur Rahman, Abdus Shakur এবং আমার SMS পার্টনারদের। আমার ফোন অফ ফ্রেন্ড হিসেবে সাহায্য করার জন্য আমার ফ্রেন্ড Ismail Maxelকে বিশেষ ধন্যবাদ। পরিশেষে, আমাকে ২য় বারের মতো আমন্ত্রন জানানোর জন্য ATN Bangla কে এবং এত রাতে কষ্ট করে প্রোগ্রামটি দেখার জন্য এবং আমাকে কল করার জন্য আমি আমার ফ্যান ও ফলোয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই'। 




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: