Monday, 23 June 2014

দুই নারীকে গর্ভবতী করেন জাস্টিন বিবার



পপ তারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে এবার নতুন এক অভিযোগ পাওয়া গেলঅভিযোগে প্রকাশ তিনি দুজন নারীকে গর্ভবতী করেছিলেনপরে অবশ্য ব্যাপক অর্থের বিনিময়ে তার পক্ষ থেকে বিষয়টির নিষ্পত্তি করা হয়এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস ২০ বছর বয়সি জাস্টিন যে দুজন নারীকে গর্ভবতী করেছিলেন, তাদের একজন তার প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজতিন বছর আগে তিনি গর্ভবতী হলেও বিষয়টি গোপন রাখা হয়আর এ বিষয়টি নিষ্পত্তি করতে ব্যাপক অর্থ ব্যয় করা হয়আর শিশুটিও শিকার হয় গর্ভপাতের
ছাড়াও রেডার অনলাইন জানিয়েছে, আরেকজন নারীকে গর্ভবতী করেছিলেন জাস্টিন তবে এ বিষয়টিও গোপন রাখা হয় জাস্টিনের মিডিয়া ইমেজের স্বার্থেআর এ কাজটি করে জাস্টিন বিবারের টিমের সদস্যরা সূত্র জানিয়েছে, অজ্ঞাত সেই নারীসহ দুজনের বিষয়টিই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলায় জাস্টিনের টিমঅন্য যে নারী গর্ভবতী হন, তার সঙ্গেও বিপুল অর্থ ব্যয়ে মিমাংসা করা হয়আর অর্থের বিনিময়ে জাস্টিনের সঙ্গে সবধরনের সম্পর্কও ত্যাগ করেন সে নারী


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: