পপ তারকা
জাস্টিন বিবারের বিরুদ্ধে এবার নতুন এক অভিযোগ পাওয়া গেল। অভিযোগে প্রকাশ তিনি
দুজন নারীকে গর্ভবতী করেছিলেন। পরে
অবশ্য ব্যাপক অর্থের বিনিময়ে তার
পক্ষ থেকে বিষয়টির নিষ্পত্তি করা হয়। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে
হিন্দুস্তান টাইমস।
২০
বছর বয়সি জাস্টিন যে দুজন নারীকে গর্ভবতী
করেছিলেন, তাদের একজন তার প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ। তিন বছর আগে
তিনি গর্ভবতী হলেও বিষয়টি গোপন রাখা হয়। আর
এ বিষয়টি নিষ্পত্তি করতে ব্যাপক অর্থ
ব্যয় করা হয়। আর শিশুটিও
শিকার হয় গর্ভপাতের।
এ ছাড়াও রেডার
অনলাইন জানিয়েছে, আরেকজন নারীকে গর্ভবতী করেছিলেন জাস্টিন। তবে এ বিষয়টিও গোপন রাখা হয় জাস্টিনের
মিডিয়া ইমেজের স্বার্থে। আর
এ কাজটি করে জাস্টিন বিবারের টিমের
সদস্যরা।
সূত্র
জানিয়েছে, অজ্ঞাত সেই নারীসহ দুজনের
বিষয়টিই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলায় জাস্টিনের টিম। অন্য যে নারী গর্ভবতী
হন, তার সঙ্গেও বিপুল অর্থ ব্যয়ে মিমাংসা করা হয়। আর অর্থের বিনিময়ে
জাস্টিনের সঙ্গে সবধরনের সম্পর্কও ত্যাগ করেন সে নারী।

0 comments: