Friday, 9 May 2014

ধর্ষণের দৃশ্যে অভিনয় করা কঠিন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রাইমা সেনের অভিনয়
করা চিলড্রেন অফ ওয়ার ছবিটি ব্যাপক আলোচিত। এই
ছবির বিষয়ের অন্যতম হলো পাকিস্তানের
সৈনিকরা কীভাবে ধর্ষণকে অত্যাচারের অস্ত্র
হিসেবে ব্যবহার করত। আর সেই ধর্ষণের দৃশ্যে অভিনয়
করতে গিয়েই বেশ বেগ পেতে হলো রাইমা সেন,
তিলোত্তমা সোমের মতো অভিনেত্রীদেরও। শুটিংয়ের
পর রাইমা বলেন, আমার শরীরের মধ্যে ভয়ের
অনুভূতি হচ্ছিল। আমার জীবনে অভিনয় করা সব থেকে কঠিন
দৃশ্য।
অন্যদিকে তিলোত্তমা বলেন, ধর্ষণের দৃশ্যের জন্য
নিজেকে তৈরি করা একেবারেই সহজ নয়। সেই সঙ্গেই এই
ভয়াবহতা যেকোনো মহিলার পক্ষেই অনুভব করা সহজ।
আমরা প্রতিদিন এই ভয়ের সঙ্গেই বাঁচি। রাইমা,
তিলোত্তমার সঙ্গে একমত পরিচালক মৃত্যুঞ্জয় দেবরাতও।
বললেন, আমরা দৃশ্যগুলোকে এভাবেই শুট করেছি যাতে কেউ
কোনোদিন ধর্ষণ ক্ষমা করার কথা ভাবতেও পারবে না। এর
আগে ছবিটির নাম ভাবা হয়েছিল দ্য বাস্টার্ড চাইল্ড।
পরে তা বদলে করা হয় চিলড্রেন অফ ওয়ার।
ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ মে।


SHARE THIS

Facebook Comment

0 comments: