Friday, 16 May 2014

নিরিবিলি সময় কাটাতে রণবীর-দীপিকার কৌশল

শুধু সিনেমাতেই
একসঙ্গে নয়,
সিনেমা হলেও
একসঙ্গে থাকতে চান রণবীর সিং ও
দীপিকা পাড়ুকোন। এমনটাই
ইচ্ছে দীপিকা পাড়ুকোনের। কিছু দিন আগেই
জানা গিয়েছিল এক মাসের জন্য শুটিং ফ্লোর
থেকে ছুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন আমেরিকায়।
দীপিকার কথায় এই ভ্রমণ নাকি একেবারেই
পারিবারিক। কিন্তু এদিকে রণবীর
সিং যে মুম্বাইয়ে একা পড়ে থাকবেন সেটাও
চাইছেন না দীপিকা। তাই ঘুরতে যাওয়ার
আগে একসঙ্গে সিনেমা হলে সময় কাটাতে চান
দীপিকা। আর যে সে ছবি নয়, রজনীকান্ত ও
দীপিকা পাড়ুকোন অভিনিত ‘কোচাদাইয়া’ ছবিটিই
রণবীরের পাশে বসে দেখতে চান দীপিকা।
জানা গেছে, রণবীরও চাইছেন এরকমই
একটি মুভি ডেট। প্রথমে রেস্তোরাঁয় ডিনার। তার
পর সিনেমা হলে সিনেমা। আমেরিকায়
দীপিকা উড়ে যাওয়ার আগে রণবীর চান
দীপিকাকে আরও একটু একা পেতে।


SHARE THIS

Facebook Comment

0 comments: