Sunday, 4 May 2014

'নো এন্ট্রি'র সিকুয়্যালে ঢুকলেন সানি-এলি



যত দিন এগোচ্ছে 'নো এন্ট্রি'র সিকুয়্যালে নানান এন্ট্রির খবর শোনা যাচ্ছে এক এক করে প্রায় ১০ জন হিরোইনের আনাগোনা লেগেই রয়েছে 'নো এন্ট্রি' কাস্টিং জুড়েআর এবার এষা, বিপাশা, লারা, সেলিনা জেটলির পর 'নো এন্ট্রি' সিকোয়েলে বিন্দাস এন্ট্রি নিতে চলেছেন সানি লিওন ও এলি আব্রাম!
বহুদিন ধরেই ছবির পরিচালক অনিজ বাজমি, এই দুই বিদেশি সুন্দরীকে ছবিতে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেনসানি রাজি থাকলেও, কিছুতেই রাজি হচ্ছিলেন না এলি আব্রামতবে শোনা গিয়েছে, সালমনের কথাতেই নাকি 'নো এন্ট্রি' তে ঢুকতে চলেছেন এলিবলিউডে এলি আব্রামের যাত্রা শুরু রিয়্যালিটি শো 'বিগবস' থেকেইবিগবসে সালমন ও এলির মধ্যে সম্পর্ক নিয়ে নানা জলঘোলাও হয়েছিল অন্যদিকে বিগবস থেকেই সানি লিওনও যাত্রা শুরু করেন বলিউডে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: