Monday, 5 May 2014

‘নেশা লাগা ঘোর’ -এ প্রভা

সামনের ঈদে টেলিভিশনগুলোয় প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ শুরু হয়েছে আরও আগে। আলভী আহমেদের ‘নেশা লাগা ঘোর’ শিরোনামের নাটকে অভিনয় করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই নাটকে প্রভা ছাড়াও অভিনয় করেছেন মিশু ও ফারহানা মিলি।

ঈদের জন্য নির্মিত এই নাটকের কাহিনীতে দেখা যাবে, প্রভা মিডিয়ার বেশ পরিচিত অভিনেত্রী। তার সঙ্গে প্রায় সব নাটকেই মিশুকে অভিনয় করতে দেখা যায়। এদিকে মিশুর স্ত্রী সন্তানসম্ভবা। তাকে সময় দেন মিশু। আবার প্রভাকেও সময় দেন। এক সময় থলের বিড়াল বেরিয়ে পড়ে। দুই দিকের সম্পর্ক জেনে যায় সবাই। প্রভা এ সব জানত না। এর পর এগিয়ে যায় গল্প।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: