Tuesday, 6 May 2014

লেটোর অস্কার ট্রফির দুর্দশা



একটা অস্কার মানে কী সেটা সবচেয়ে ভালো জানেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এত বর্ণাঢ্য ক্যারিয়ারে শত চেষ্টাতেও যে জেতেননি অস্কার। এই ট্রফিটা তাই যক্ষের ধনের মতোই আগলে রাখার কথা বিজয়ীদের। এ যে আজন্ম আরাধ্য এক স্বপ্ন! কিন্তু জেরার লেটোর ট্রফিটার অবস্থা নিতান্তই শোচনীয়। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রফিটি।
ডালাস বায়ার্স ক্লাব ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার জিতেছেন লেটো। এর আগে লেটো জানিয়েছিলেন, হাত থেকে পড়ে গিয়ে ট্রফিটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এখানেই শেষ হয়নি। এরপর ট্রফিটার গায়ে আরও আঘাত ও খোঁচাখুঁচির দাগ পড়েছে। লেটো জানিয়েছেন, বিভিন্ন পার্টিতে তাঁকে ট্রফিটা নিতে যেতে হয় দেখানোর জন্য। তাতেই আরও বেশি করে ট্রফিতে আঁঁচড় পড়ে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: