Sunday, 4 May 2014

ভুতের দ্বারা ধর্ষিত নাতাশা

হলিউড অভিনেত্রী নাতাশা ব্লাসিক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাকে নাকি ভুত ধর্ষণ করেছেকথাটা শুনে মুচকি হাসলেও এই নায়িকা দাবি করেছেন এই কথা সেদিন নাকি বাড়িতে একা ছিলেন নাতাশাসে সময়ই তিনি অনুভব করেন স্পর্শ কিন্তু কাউকেই দেখতে পাননি তিনিগোটা ঘটনাটাই শুধু অনুভবই করলেন, তবে কে করছে এমন তাকে নাকি দেখা যায়নিমজার কথা হল, নিজেই স্বীকার করেছেন তার সঙ্গে যা হয়েছে তা তিনি খুবই উপভোগ করেছেনএক টিভি শো'তে এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ইউক্রেনের এই অভিনেত্রীএরপর নাকি সেই ভুত চলে গিয়েছিল একমাস বাদে আবার ফিরে আসে ভূত আর আবার তিনি ধর্ষনের শিকার হন

নাতাশা জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাকি ভুতের কথা ভাবতে ভালবাসতেনসকলকেই প্রশ্ন করে বেড়াতেন তবে উত্তর পাননিআর এই ঘটনার পর তার কাছে স্পষ্ট 'কিছু' তো আছেতবে তার কথায় সত্যি কতটা তা এখনও ধোয়াশার মধ্যেই রয়েছে ছোটবেলায় ভুতের কথা ভাবতেন বলে সেই ভুতই কি শেষে নাতাশার মাথায় চেপে বসল? তা অবশ্য চিকিৎসকেরাই বলতে পারবেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: