হলিউড অভিনেত্রী
নাতাশা ব্লাসিক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাকে নাকি ভুত ধর্ষণ করেছে। কথাটা
শুনে মুচকি হাসলেও এই নায়িকা দাবি করেছেন এই কথা। সেদিন নাকি বাড়িতে একা ছিলেন নাতাশা। সে সময়ই তিনি অনুভব করেন স্পর্শ। কিন্তু
কাউকেই দেখতে পাননি তিনি। গোটা
ঘটনাটাই শুধু অনুভবই করলেন, তবে কে করছে
এমন তাকে নাকি দেখা যায়নি। মজার
কথা হল, নিজেই স্বীকার করেছেন তার সঙ্গে
যা হয়েছে তা তিনি খুবই উপভোগ করেছেন। এক
টিভি শো'তে এক সাক্ষাৎকারে এমনই
জানিয়েছেন ইউক্রেনের এই অভিনেত্রী। এরপর
নাকি সেই ভুত চলে গিয়েছিল। একমাস বাদে আবার ফিরে আসে ভূত আর আবার তিনি ধর্ষনের শিকার হন।
নাতাশা জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাকি ভুতের কথা ভাবতে ভালবাসতেন। সকলকেই প্রশ্ন করে বেড়াতেন তবে উত্তর পাননি। আর এই ঘটনার পর তার কাছে স্পষ্ট 'কিছু' তো আছে। তবে তার কথায় সত্যি কতটা তা এখনও ধোয়াশার মধ্যেই রয়েছে। ছোটবেলায় ভুতের কথা ভাবতেন বলে সেই ভুতই কি শেষে নাতাশার মাথায় চেপে বসল? তা অবশ্য চিকিৎসকেরাই বলতে পারবেন।
নাতাশা জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাকি ভুতের কথা ভাবতে ভালবাসতেন। সকলকেই প্রশ্ন করে বেড়াতেন তবে উত্তর পাননি। আর এই ঘটনার পর তার কাছে স্পষ্ট 'কিছু' তো আছে। তবে তার কথায় সত্যি কতটা তা এখনও ধোয়াশার মধ্যেই রয়েছে। ছোটবেলায় ভুতের কথা ভাবতেন বলে সেই ভুতই কি শেষে নাতাশার মাথায় চেপে বসল? তা অবশ্য চিকিৎসকেরাই বলতে পারবেন।

0 comments: