Tuesday, 13 May 2014

ব্রিটনির সঙ্গে প্রিয়াংকার কিছুক্ষণ

হাতের নাগালেই
রয়েছেন জনপ্রিয়
এবং প্রিয়
গায়িকা তবে দেখা তো করতেই হয়।
চাইলে কিনা হয়। প্রিয়াংকা চোপড়ার
সাথে দেখা হয়েই গেলো পপ
তারকা ব্রিটনি স্পিয়ার্সের।
নিজের গানের প্রচারণায় যুক্তরাষ্ট্রের লাস
ভেগাসে গিয়েছিলেন বলিউড
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। গত
সপ্তাহে স্থানীয় একটি নাইট ক্লাবে আয়োজিত
কনসার্ট
উপস্থাপনা করতে গিয়ে প্রিয়াংকা জানতে পারেন
পাশেই এক অনুষ্ঠানে গাইছেন মার্কিন পপ
তারকা ব্রিটনি স্পিয়ার্স।
আয়োজকদের চেষ্টায়ই দেখা হয়ে যায় ব্রিটনি ও
প্রিয়াংকার। প্রথমেই ব্রিটনির বাবা ও
পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় প্রিয়াংকার। এরপর
ব্যাকস্টেজে দেখা হয় দুই মহাদেশের দুই তারকার।
গান আর নিজেদের ব্যস্ততা নিয়ে বেশ কিছুক্ষণ
গল্প করেন তারা।
তাহলে কী প্রিয়াংকা ও ব্রিটনি একসঙ্গে গান
করবেন? প্রিয়াংকা বলেছেন, “তেমন কোনো কথাই
হয়নি। আমরা শুধু
একে অন্যকে সামনে থেকে জেনেছি। ভবিষ্যৎ
পরিকল্পনা নিয়ে কথা বলার মতো সময়ও ছিল না।”


SHARE THIS

Facebook Comment

0 comments: