Thursday, 15 May 2014

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় পরিচালক এমবি মানিক নিহত

চলচ্চিত্র পরিচালক এমবি মানিক
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল
তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গত দুই বছর ধরে এমবি মানিক
যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
সেখানে তিনি নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান
পরিচালনা করছিলেন। বুধবার স্থানীয় সময়
বিকেল তিনটায় একদল সন্ত্রাসী তার
কাছে চাঁদা চাইতে গেলে তাদের সঙ্গে বাক-
বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই এমবি মানিক মারা যান।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরু থেকেই চলচ্চিত্র
নিমার্ণের সঙ্গে জড়িত ছিলেন পরিচালক
এমবি মানিক। তার নির্মিত চলচ্চিত্রগুলোর
মধ্যে রয়েছে: ‘এক টাকার দেনমোহর’, ‘জান আমার
জান’, ‘বলো না তুমি আমার’, ‘দুর্ধর্ষ প্রেমিক’।


SHARE THIS

Facebook Comment

0 comments: