Thursday, 24 April 2014

সালমান খান চার ঘণ্টা ঝুলে থাকলেন চল্লিশ তালায়!


বলিউডের খাতায় যেদিন থেকে তাঁর নাম পড়েছে দাবাং খানসেদিন থেকেই সালমান খানের দাবাংপনা দেখে হতবাক গোটা বলিউডকখনও বাইক থেকে ঝাঁপাচ্ছেন তো কখনও ঝুলছেন চল্লিশ তলা বিল্ডিং থেকে!
জানা গেছে, অ্যাকশন ছবি 'কিক' নিয়ে বেশ চিন্তিত সালমান খানতার উপর যেদিন থেকে এই ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন সালমানের বডি ডাবল, সেদিন থেকে সালমানের মুডে নতুন বিন্দাসপনাআর সেই কারণেই গোটা ছবিতে সালমান নিজের স্টান্ট নিজেই করছেনসম্প্রতি পোল্যান্ডে 'কিক' ছবির এক অ্যাকশন প্যাকড দৃশ্যের শ্যুটিংয়ে পোল্যান্ডের সবচেয়ে উঁচু ব্লিডিংয়ের ছাদ থেকে ঝুলতে দেখা গেল সালমানকেদৃশ্যটি করার জন্য যাবতীয় নিরাপত্তা নেওয়া হলেও, প্রায় ৪ ঘণ্টা ধরে চল্লিশ তলা ব্লিডিংয়ে একটানা ঝুলে সালমান শ্যুট করলেন এই দৃশ্যছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা গোটা কাণ্ড দেখে হতবাকশ্যুটিং শেষে সালমানকে শুভেচ্ছা জানান তিনিশুধু তাই নয়, সালমানের উদ্দ্যেশে বিশেষ পার্টিরও আয়োজনও করেছিলেন 'কিক' ছবির প্রযোজক সাজিদ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: