সেলিনা
গোমেজ এবং পপ কিশোর গায়ক জাস্টিন বিবারের প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন
চলছেই ভাঙা আর গড়ার মধ্য দিয়ে। এই জুটি নিয়ে
চলছে নানা কান কথা। তবে অনেক
জল্পনা এবং কল্পনার শেষে তারা আবারও এক হলেন। প্রায়
টানা ৬ মাস পর গত মার্চ থেকে আবারও মেলামেশা করতে শুরু করেছে এই জুটি।
হলিউড টাইমস এর বরাতে জানা যায়, সেলিনার মন রাখতে বিবার একটি দামী হিরের আংটি উপহার দিয়েছেন। অনেকেই মনে করছেন এই আংটি হয়তো তাদের নতুন জীবনের শুরুর জানান দিচ্ছে। হয়ত, খুব শীঘ্রই বিয়ের কথা শোনা যেতে পারে এই দুই তারকার। যদিও এই তারকার ক্ষেত্রে বিয়ে অনেক দূরের ব্যাপার, এটা দেখার বিষয় আবার কতদিন তারা এক সাথে থাকেন।
কিছুদিন ধরে এই জুটি বেশ ঘনিষ্ট ভাবে মেলা মেশা শুরু করেছেন। সম্প্রতি বিবার তার ইনস্টাগ্রামে সেলেনার একটি ছবি পোস্ট করেছেন।
হলিউড টাইমস এর বরাতে জানা যায়, সেলিনার মন রাখতে বিবার একটি দামী হিরের আংটি উপহার দিয়েছেন। অনেকেই মনে করছেন এই আংটি হয়তো তাদের নতুন জীবনের শুরুর জানান দিচ্ছে। হয়ত, খুব শীঘ্রই বিয়ের কথা শোনা যেতে পারে এই দুই তারকার। যদিও এই তারকার ক্ষেত্রে বিয়ে অনেক দূরের ব্যাপার, এটা দেখার বিষয় আবার কতদিন তারা এক সাথে থাকেন।
কিছুদিন ধরে এই জুটি বেশ ঘনিষ্ট ভাবে মেলা মেশা শুরু করেছেন। সম্প্রতি বিবার তার ইনস্টাগ্রামে সেলেনার একটি ছবি পোস্ট করেছেন।

0 comments: