Friday, 25 April 2014

নিপুণকে অর্ধনগ্ন করে নির্যাতনের খবরে ভক্তদের মধ্যে তোলপাড়!


অভিনেত্রী নিপুণকে অর্ধনগ্ন করে নির্যাতন করা হয়েছেএমন একটি খবরে তার ভক্তদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে

মূল ঘটনা হলো অভিনেত্রী নিপুণকে অর্ধনগ্ন করে নির্যাতন করা হয়েছেএকটি বস্তিতে নিয়ে তাকে রাখা হয়তারপর দিনের পর দিন সেখানে তিনি নির্যাতনে শিকার হনঅনেকদিন পর তাকে মুক্ত করা হয়এটি মূলত একটি অনুদানের ছবির শুটিয়ের দৃশ্যায়নের গল্পআসলে নিপুণ সত্যিকারভাবে নির্যাতিত হননি

স্বাধীনতা যুদ্ধের একটি ছবিতে অভিনয় করার দৃশ্যে তিনি গ্রামের এক অশিক্ষিত মহিলার দৃশ্যে অভিনয় করেছেনছবিটিতে তিনি খোলামেলা পোশাকে অভিনয় করেছেন ছবিটিতে তিনি প্রায় ছেঁড়া লাল শাড়ী পরে অভিনয় করেছেন

এ প্রসংগে নিপুন বলেন, চরিত্রের প্রয়োজনে ব্লাইজ ছাড়াই অভিনয় করতে হয়েছে তা না হলে ওই চরিত্রটি ফুটিয়ে তোলা যেতো নাতিনি বলেন, দর্শকরা ছবিটি দেখে অন্য রকম উপলব্দি করতে করবেন

লেখক সাংবাদিক আনিসুল হকের গল্প `৭১-এর সাহসিনী` অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ৭১র মা জননীসিনেমার শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৬ অগাস্ট শুক্রবারউপন্যাস থেকে শাহ আলম কিরণের সিনেমা ৭১র মা জননীর নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ

এরই মধ্যে ২০১৩ সালের সরকারি অনুদান পাওয়া নির্মাণাধীন সিনেমাটির আশি ভাগ শুটিং শেষ করেছেন নির্মাতা কিরণবর্তমানে এর সম্পাদনার কাজ চলছেসিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে এরই মধ্যেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ৭১র মা জননীশিরোনামের একটি ফ্যান পেজ খোলা হয়েছেযেখানে ছবিটির বেশকিছু ফটোগ্রাফ পোস্ট করা হয়েছেএতদিন যারা নায়িকা নিপুণকে দেখে এসেছেন, তারা এবারে ভিন্ন এক নিপুণকে দেখতে পাবেনএই নিপুণ একাত্তরের মা জননীতিনি একজন মুক্তিযোদ্ধাও বটেযে কিনা নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সমভ্রম হারিয়েও পাকহানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়

গ্রামের এক কুল বধূ হয়েও অস্ত্র হাতে শত্রুদের মুখোমুখী হয়সম্মুখ সময়ে অসংখ্য নিরস্ত্র, অসহায় মানুষের নির্যাতনকারীদের রুখে দেন৭১র মা জননী` ছবিতে নিপুণ ও আগুন ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্বরণ, মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈষিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল, এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: