Friday, 25 April 2014

ইন্টারনেটে সবচেয়ে বিপজ্জনক সানি লিওন!

খ্যাতনামা ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো বলিউড তারকাদের পেছনে ফেলে ইন্টারনেটে সবচেয়ে বিপজ্জনক বলিউডি তারকা নির্বাচিত হলেন সানি লিওন

এ তালিকার শীর্ষ দশের মধ্যে পুরুষ তারকার মধ্যে ঠাঁই পেয়েছেন  সালমান খান অ্যান্টি ভাইরাস সফটওয়্যার কোম্পানি ম্যাকাফি পরিচালিত অনুসন্ধানে ইন্টারনেটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকা হিসেবে উঠে এসেছে সানি লিওনের নাম

ম্যাকাফি জানিয়েছেন, ইন্টারনেটে সানিকে খুঁজতে গেলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশিসার্চ ইঞ্জিনে সানি লিওনের নামটি লিখলেই ম্যালওয়্যারসমৃদ্ধ ওয়েবসাইটের ফাঁদে পড়ার সম্ভাবনা ৯ দশমিক ৯৫ ভাগ

এমন চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ম্যাকাফির প্রতিরক্ষা বিভাগের বিশেষজ্ঞরা প্রতিবেদনটি প্রকাশ করেছে ম্যাক্স ইন্ডিয়া ডটকম ও  মিড ডে

ম্যাকাফি  জানানব, বিপজ্জনক তারকা সানি লিওনের পরই আছেন ক্যাটরিনা কাইফ ইন্টারনেটে তাকে খুঁজতে গেলে ঝুঁকির মাত্রা ৮ দশমিক ২৫ শতাংশআর  তৃতীয় স্থানে আছেন কারিনা কাপুরইন্টারনেটে তাকে খুঁজলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি ৬ দশমিক ৬৭ শতাংশ

 ৬ দশমিক ৫০ ও ৫ দশমিক  ৫৮ শতাংশ ঝুঁকির তালিকায় পরবর্তী স্থানে আছেন প্রিয়াংকা চোপড়া ও বিপাসা বসু

ঝুঁকি তালিকার শীর্ষ দশে আছেন বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, দিপীকা পাড়ুকোন ও পুনম পান্ডে

এসব বলিউড তারকার খোঁজে যারা ইন্টারনেটে যাবেন তারা যেন এন্টি ভাইরাস নিশ্চিত করেন কম্পিউটারে এ পরামর্শ ম্যাকাফির


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: