বলিউডের অনেক
অভিনেত্রীই যাদের বিয়ে করেছেন তাঁদের স্বামী প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। মানে
স্বামীর দ্বিতীয় ইনিংসের বিপরীতে তাঁরা শুরু করেছেন প্রথম
ইনিংস। এসব অভিনেত্রী সম্পর্কে বলতে গেলে
সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে
প্রথমেই আসেন রানি মুখার্জির কথা। তিনি
সোমবার বিয়ে করেছেন আদিত্য চোপড়াকে। আদিত্য এর আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার টেকেনি।
কারিনা কাপুর যেই
সাইফ আলী খানকে বিয়ে করেছেন তাঁরও আগের সংসার ছিল। তাঁর প্রথম স্ত্রীর নাম
অমৃতা সিং। কিন্তু সাইফ
চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পরই অমৃতার সঙ্গে
নানা বিষয়ে বিরোধ শুরু হয়। তাই
সাইফ-অমৃতার সঙ্গে সম্পর্কের ইতি টানেন।
বিদ্যা বালান যেই সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করতে যাচ্ছেন
তিনিও বিবাহিত।
বনি কাপুর বিয়ে করেছিলেন মোনা নামের একজনকে। সেই সংসারে অর্জুন কাপুর নামের একটি ছেলে সন্তানও রয়েছে তাঁদের। শেষ পর্যন্ত মোনাকে ত্যাগ করেন বনি। আর এই বনি কাপুরকেই হাসি মুখে বিবাহ বন্ধনে জড়ান বলিউডের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।
বনি কাপুর বিয়ে করেছিলেন মোনা নামের একজনকে। সেই সংসারে অর্জুন কাপুর নামের একটি ছেলে সন্তানও রয়েছে তাঁদের। শেষ পর্যন্ত মোনাকে ত্যাগ করেন বনি। আর এই বনি কাপুরকেই হাসি মুখে বিবাহ বন্ধনে জড়ান বলিউডের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।
ভারতীয় বংশদ্ভূত
ব্রিটিশ ব্যবসায়ি রাজ কুন্দ্রা তিন বছর সংসার করেছেন প্রথম স্ত্রীর সঙ্গে। এরপরই
ছন্দপতন। দুজন দুই
দিকে হাঁটলেন। আর রাজ
কুন্দ্রাকে বিয়ে করলেন বলিউডের এক সময়ের
হার্টথ্রব অভিনেত্রী শিল্পা শেঠি। মহেশ
ভুপাঠি বিয়ে করেছিলেন শিবথা জয়শঙ্করকে। বিয়ের কিছুদিন পরই তাঁদের সম্পর্কচ্ছেদ ঘটে। মহেশকে
তখন বিয়ে করেন লরা দত্ত। হানি
ইরানিকে বিয়ে করেছিলেন বর্তমান বলিউড হিরো
ফারহান আখতারের বাবা জাভেদ আখতার। জাবেদ
আখতার পরে বিয়ে করেন বলিউডের
স্বনামধন্য অভিনেত্রী শাবানা আযমিকে। আরতি
বাজাজের আগের স্বামী হলেন বলিউড
চলচ্চিত্র নির্মাতা অনুরাগ ক্যাশাপ। তাকে
বিয়ে করেন বলিউড অভিনেত্রী
কেলকি।





0 comments: