Thursday, 24 April 2014

যেসব বলিউড অভিনেত্রী ডিভোর্সপ্রাপ্ত পুরুষদের বিয়ে করেছেন


বলিউডের অনেক অভিনেত্রীই যাদের বিয়ে করেছেন তাঁদের স্বামী প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছেমানে স্বামীর দ্বিতীয় ইনিংসের বিপরীতে তাঁরা শুরু করেছেন প্রথম ইনিংসএসব অভিনেত্রী সম্পর্কে বলতে গেলে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে প্রথমেই আসেন রানি মুখার্জির কথাতিনি সোমবার বিয়ে করেছেন আদিত্য চোপড়াকেআদিত্য এর আগে বিয়ে করেছিলেনকিন্তু সংসার টেকেনি


কারিনা কাপুর যেই সাইফ আলী খানকে বিয়ে করেছেন তাঁরও আগের সংসার ছিলতাঁর প্রথম স্ত্রীর নাম অমৃতা সিংকিন্তু সাইফ চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পরই অমৃতার সঙ্গে নানা বিষয়ে বিরোধ শুরু হয়তাই সাইফ-অমৃতার সঙ্গে সম্পর্কের ইতি টানেন। 


বিদ্যা বালান যেই সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করতে যাচ্ছেন তিনিও বিবাহিত
বনি কাপুর বিয়ে করেছিলেন মোনা নামের একজনকেসেই সংসারে অর্জুন কাপুর নামের একটি ছেলে সন্তানও রয়েছে তাঁদেরশেষ পর্যন্ত মোনাকে ত্যাগ করেন বনিআর এই বনি কাপুরকেই হাসি মুখে বিবাহ বন্ধনে জড়ান বলিউডের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী



ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ি রাজ কুন্দ্রা তিন বছর সংসার করেছেন প্রথম স্ত্রীর সঙ্গেএরপরই ছন্দপতনদুজন দুই দিকে হাঁটলেনআর রাজ কুন্দ্রাকে বিয়ে করলেন বলিউডের এক সময়ের হার্টথ্রব অভিনেত্রী শিল্পা শেঠিমহেশ ভুপাঠি বিয়ে করেছিলেন শিবথা জয়শঙ্করকেবিয়ের কিছুদিন পরই তাঁদের সম্পর্কচ্ছেদ ঘটেমহেশকে তখন বিয়ে করেন লরা দত্ত  হানি ইরানিকে বিয়ে করেছিলেন বর্তমান বলিউড হিরো ফারহান আখতারের বাবা জাভেদ আখতারজাবেদ আখতার পরে বিয়ে করেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শাবানা আযমিকেআরতি বাজাজের আগের স্বামী হলেন বলিউড চলচ্চিত্র নির্মাতা অনুরাগ ক্যাশাপতাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী কেলকি




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: