Wednesday, 30 April 2014

বিয়ের পর হারিয়ে যাওয়ার পথে যে বলিউড অভিনেত্রীরা


আগে বলিউডের যে কোনও প্রথম সারির নায়িকা হেসে খেলে দশ বছর কাটিয়ে দিতেন লাইম লাইটেএখন বিয়ে হলে তো কথাই নেই, বিয়ে না হলেও অনেকেই দ্রুত হারিয়ে যাচ্ছেন খ্যাতির শিখর থেকেকেন? বিয়ে হয়ে গেলে নায়িকাদের বাজারদর এক ধাক্কায় কমে যায়ব্যতিক্রম ছিলেন দু'জনকিন্তু এখন দেখা যাচ্ছে, বাস্তবটা বড়ই রূঢ়একটা সময় ছিল, যখন বলিউডে নায়িকারা মেরেকেটে ১০ বছর মসনদ ধরে রাখতে পারতেনএখন পরিস্থিতিটা বেজায় কঠিনবিয়ে হয়নি এমন নায়িকারাও দ্রুত পায়ের তলায় জমি হারাচ্ছেনবক্সঅফিসে সেরা তকমা পাওয়া নায়িকারাও কয়েক বছরের মাথায় পর্দার বাইরে চলে যাচ্ছেনফলে সারভাইভ্যাল পিরিয়ড নিয়ে দেখা দিচ্ছে বড় সড় সংকটযারা টলিউডে নজর রাখেন, তাঁরা নিশ্চয়ই জানেন, এখানে বিয়েটা কোনও ফ্যাক্টর নয়সাতপাকে বাধা পড়লেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় তাঁরা ব্রাত্য হন নাকিন্তু টলিউড থেকে বলিউড অনেক দূরপরিস্থিতিটাও অন্যআমরা এতদিন জানতাম, বিদ্যা বালন এবং করিনা কাপুর বিয়ে করলেও কেরিয়ারে তাঁদের তিলমাত্র টোল পড়েনিকিন্তু বর্তমান বাস্তবতা কি তাই? আসুন উত্তরটা খুঁজে দেখি

বিদ্যা বালান
একসময় রুপালি পর্দার সুপারস্টারপরপর ভালো সব ছবিচ্যালেঞ্জিং রোলনানা ধরনের প্রোজেক্টএক সময় এক নম্বর তকমাটা সেঁটে গিয়েছিল বিদ্যা বালানের নামের পাশেবিয়ের পর পরিস্থিতিটা হঠাত্‍ করেই পাল্টে গেলসুজয় ঘোষের ছবিতেও বিদ্যার রিপ্লেসমেন্ট হলেন কঙ্গনাবিশ্বাস করুন বা না-করুন, বিদ্যা বালানের হাতে এখন মাত্র একটা ছবিরই কাজ-'ববি জাসুস' যদিও এ ছবির ফ্লোরের কাজ শেষচলছে ছবির পোস্টপ্রোডাকশনসুতরাং বিদ্যা বালান এই মুহূর্তে ফ্লোরে কোনও কাজ করছেন নাইমরান হাশমির সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা বিদ্যারভাট ক্যাম্পের প্রযোজনা করার কথা ছবিটিকিন্তু এর বেশি কিছু শোনা যায়নি। 


করিনা কাপুর
আপনি কি জানেন, 'কুইন' ছবিটা করার কথা ছিল করিনা কাপুরের? তিনি 'না' বলায়, নায়িকার ভূমিকায় দেখা যায় কঙ্গনাকেশুধু 'কুইন' নয়, করিনার 'অপছন্দ'-এর কারণে বেশি কিছু ছবিও হাতছাড়া হয় তাঁরযেমন রণবীর সিংয়ের সঙ্গে জুড়িটা ভালো হবে না বলে তিনি 'রামলীলা' করেননিকরিনার পরের প্রোজেক্ট হিসাবে দুটো ছবির কথা খুব শোনা যাচ্ছিলকরণ জোহরের 'শুদ্ধি' আর 'বোম্বে সামুরাই' দুটোই আটকে গেছেহৃত্বিক রোশনের 'শরীর খারাপ', তাই 'শুদ্ধি' বিশ বাঁও জলে আর শাহরুখ খানের একটি ছবি নিয়ে এক্সেল এন্টারটেইনমেন্ট এতই ব্যস্ত যে, 'বোম্বে সামুরাই'-এর কাজ এগোচ্ছে নাসব মিলিয়ে করিনার হাতের পাঁচ এখন 'সিংহম টু' যেখানে অবশ্য লাইম লাইটের পুরোটাই খেয়ে নিচ্ছেন অজয় দেবগণ করিনার কপালে নতুন কোনও শিকে ছেঁড়ার খবর নেই। 


নার্গিস ফকরি
নার্গিস ফকরি অবশ্য কোনও দিনই বলিউড নিয়ে উচ্ছ্বসিত ননএর আগে 'শওকিন'-এর রিমেক থেকে বাদ পড়েছিলেন নার্গিসউদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক কোনও দিনই নার্গিস ফকরিকে ছবির দুনিয়ায় পায়ের তলায় মাটি খুঁজে পেতে সাহায্য করেনিঅবশ্য নার্গিসও উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারটা বরাবর 'ডিনাই' করে গিয়েছেন নার্গিস বাদ গিয়েছিলেন 'খিলাড়ি ৭৮৬' থেকেওআর অক্ষয়ের ছবি থেকে বাদ পড়াটা তাঁর কেরিয়ারে একটা ব্ল্যাকস্পট বলেই মনে করেন টিনসেল টাউনের বিশেষজ্ঞরা অক্ষয়ের মুখপাত্রের বক্তব্য, 'অক্ষয় কুমার নার্গিসের ব্যাপারে কিছুটা বিরক্তআসলে বলিউডের থেকে হলিউডের উৎসাহী নার্গিস।" সব মিলিয়ে 'ম্যায় তেরা হিরো' ছাড়া আর কোনও প্রোজেক্ট হাতে নেই নার্গিসের। 


জ্যাকলিন ফার্নান্ডেজ
যদিও বিয়ে করেননি, সাজিত খানের সঙ্গে ডেটও করছেন না আর, কিন্তু ফিল্মি দুনিয়ায় মোটেও সুবিধাজনক অবস্থায় নেই জ্যাকলিন ফার্নান্ডেজআপাতত তাঁর হাতে দু'টো প্রজেক্টসালমান খানের সঙ্গে 'কিক' আর রণবীর কাপুরের 'রয়' ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায়এই দু'টো ফ্লপ করলে বলিউডকে বাই বাই জানাতে হবে জ্যাকলিনকে। 


রানি মুখার্জি
বিয়ে করার পর অবশ্য ফিল্মি কেরিয়ার নিয়ে খুব একটা ভাবিত নয়তবে রানি পর্দায় রয়েছেন প্রায় দেড় দশক ধরেকিন্তু 'নো ওয়ান কিল্ড জেসিকা' সে ভাবে সাফল্য না পাওয়ার পর রানির তেমন  কাজ নেই হাতেসম্প্রতি 'আইয়া' এবং 'তালাস' এই দুই ছবির কোনওটাই তাঁকে তেমন খ্যাতি দিতে পারেনিআপাতত তাঁর জীবনে একটি মানুষই গুরুত্বপূর্ণ, আদিত্য চোপড়াএকই সঙ্গে প্রযোজক এবং স্বামীনতুন ছবি 'মরদানি' ভালো চললে আদিত্য এবং রানি দু'জনের পক্ষেই মঙ্গলজনকআর না চললে আদিত্যর হাতেই রানির জীবনশুধু ফিল্মি কেরিয়ার নয়, বাইরের জীবনটাও

রানি মুখার্জি
বিয়ে করার পর অবশ্য ফিল্মি কেরিয়ার নিয়ে খুব একটা ভাবিত নয়। তবে রানি পর্দায় রয়েছেন প্রায় দেড় দশক ধরে। কিন্তু 'নো ওয়ান কিল্ড জেসিকা' সে ভাবে সাফল্য না পাওয়ার পর রানির তেমন  কাজ নেই হাতে। সম্প্রতি 'আইয়া' এবং 'তালাস' এই দুই ছবির কোনওটাই তাঁকে তেমন খ্যাতি দিতে পারেনি। আপাতত তাঁর জীবনে একটি মানুষই গুরুত্বপূর্ণ, আদিত্য চোপড়া। একই সঙ্গে প্রযোজক এবং স্বামী। নতুন ছবি 'মরদানি' ভালো চললে আদিত্য এবং রানি দু'জনের পক্ষেই মঙ্গলজনক। আর না চললে আদিত্যর হাতেই রানির জীবন। শুধু ফিল্মি কেরিয়ার নয়, বাইরের জীবনটাও। - See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/04/29/78466#sthash.uwplNkzN.dpuf

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: