ব্যক্তিজীবনে এখনো সংসারী হতে পারেননি সুস্মিতা সেন। দুই দত্তক মেয়ে নিয়ে দিন পার করছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।
রণদীপ হুদা আর ক্রিকেটার ওয়াসিম আকরামও এখন সুস্মিতার জীবনে অতীত। তবু বোধহয় ফিরে ফিরে আসে প্রেম। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হৃত্বিক ভাসানের প্রেমে পড়েছেন সুস্মিতা সেন। হৃত্বিক বলিউড নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি নাইটক্লাবের মালিক।
জানা গেছে, অনেক দিন ধরে চলছে তাদের প্রেম। মুম্বাইয়ের বিভিন্ন রেঁস্তোরায় দুজনকে সময় কাটাতে দেখা গেছে। এমনকি সুস্মিতা’র মেয়েদের সাথেও নাকি হৃত্বিককে দেখা গেছে।
রণদীপ হুদা আর ক্রিকেটার ওয়াসিম আকরামও এখন সুস্মিতার জীবনে অতীত। তবু বোধহয় ফিরে ফিরে আসে প্রেম। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হৃত্বিক ভাসানের প্রেমে পড়েছেন সুস্মিতা সেন। হৃত্বিক বলিউড নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি নাইটক্লাবের মালিক।
জানা গেছে, অনেক দিন ধরে চলছে তাদের প্রেম। মুম্বাইয়ের বিভিন্ন রেঁস্তোরায় দুজনকে সময় কাটাতে দেখা গেছে। এমনকি সুস্মিতা’র মেয়েদের সাথেও নাকি হৃত্বিককে দেখা গেছে।

0 comments: