তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার প্রিয় তারকাকে পেতে ভক্তরা কত কিছুই না করে। কিন্তু এতো সহজেই কি ধরা দেয় তার প্রিয় তারকারা। তারকাদের পক্ষে তো আর সম্ভব না সব ভক্তের চাহিদা মেটানো। তবে আপনি চাইলে আপনার প্রিয় তারকাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। তবে এই আমন্ত্রণ জানাতে হলে আপানাকে খরচ করতে হবে টাকা। তারকা বলে কথা, এতো সহজেই কি ধরা দেয় তারা। তাদের সব কিছুরই একটা দাম আছে। আপনার পকেটে টাকা থাকলে আপনি সহজেই তাদের আমন্ত্রণ জানাতে পারবেন আপনার কোন অনুষ্ঠানে। জানা যাক তারকাদের আমন্ত্রণ জানাতে আপনার করণীয়।
সুস্মিতা সেন
বাঙালি এই সুন্দরী ইভেন্টের জন্য পেতে হলে আপনাকে খরচ করতে হবে ১৮ থেকে ২৫ লাখ। আর যদি আপনি প্রাক্তন মিস ইউনিভার্সকে বিয়ের অনুষ্ঠানে আনতে চান, তাহলে আপনার বাজেট রাখতে হবে ২৫ লাখ। যদি তার সঙ্গে আবার তার পারফর্ম্যান্স চান, তাহলে বাড়াতে হবে আরও ৫ লাখ। মানে মোট ৩০ লাখ।
বাঙালি এই সুন্দরী ইভেন্টের জন্য পেতে হলে আপনাকে খরচ করতে হবে ১৮ থেকে ২৫ লাখ। আর যদি আপনি প্রাক্তন মিস ইউনিভার্সকে বিয়ের অনুষ্ঠানে আনতে চান, তাহলে আপনার বাজেট রাখতে হবে ২৫ লাখ। যদি তার সঙ্গে আবার তার পারফর্ম্যান্স চান, তাহলে বাড়াতে হবে আরও ৫ লাখ। মানে মোট ৩০ লাখ।
রাভিনা টেন্ডন
কোনও পারফর্ম্যান্স করেন না তিনি বা বিয়ের অনুষ্ঠানেও যান না। কিন্তু কোন ইভেন্টে যেতে ৫ থেকে ১২ লাখ টাকা চার্জ করেন রাভিনা।
কোনও পারফর্ম্যান্স করেন না তিনি বা বিয়ের অনুষ্ঠানেও যান না। কিন্তু কোন ইভেন্টে যেতে ৫ থেকে ১২ লাখ টাকা চার্জ করেন রাভিনা।
কারিশমা কাপুর
এক সময়ের টপ নায়িকদের একজন ছিলেন বলিউডের কারিশমা কাপুর। এখন নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু তাই বলে টপ হিরোইনের তকমা এখনও গা থেকে খুলে ফেলেননি তিনি। নতুন হিরোইনদের সঙ্গে পারফর্ম্যান্সের দৌড়ে তিনি সামিল হন না ঠিকই। কিন্তু ইভেন্ট বা বিয়ের অনুষ্ঠানে তিনি এখনও যান। ইভেন্টে যেতে তিনি নেন ৭ থেকে ১০ লাখ টাকা। আর বিয়ে বাড়ি যেতে নেন ১২ লাখ।
এক সময়ের টপ নায়িকদের একজন ছিলেন বলিউডের কারিশমা কাপুর। এখন নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু তাই বলে টপ হিরোইনের তকমা এখনও গা থেকে খুলে ফেলেননি তিনি। নতুন হিরোইনদের সঙ্গে পারফর্ম্যান্সের দৌড়ে তিনি সামিল হন না ঠিকই। কিন্তু ইভেন্ট বা বিয়ের অনুষ্ঠানে তিনি এখনও যান। ইভেন্টে যেতে তিনি নেন ৭ থেকে ১০ লাখ টাকা। আর বিয়ে বাড়ি যেতে নেন ১২ লাখ।
বিপাশা বসু
ইভেন্টের জন্য বিপাশা নেন ১৫ থেকে ২০ লাখ টাকা। তবে বিপাশাকে যদি বিয়ের অনুষ্ঠানে আনতে চান, তাহলে খরচ পড়বে একটু বেশি। ২২ লাখ টাকা। আর যদি তাঁকে দিয়ে কোনও পারফর্ম্যান্স করানোর কথা ভাবেন, তবে ২৫ লাখের নীচে চিঁড়ে ভিজবে না।
ইভেন্টের জন্য বিপাশা নেন ১৫ থেকে ২০ লাখ টাকা। তবে বিপাশাকে যদি বিয়ের অনুষ্ঠানে আনতে চান, তাহলে খরচ পড়বে একটু বেশি। ২২ লাখ টাকা। আর যদি তাঁকে দিয়ে কোনও পারফর্ম্যান্স করানোর কথা ভাবেন, তবে ২৫ লাখের নীচে চিঁড়ে ভিজবে না।
নেহা ধুপিয়া
বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি নেন ৭ থেকে ১০ লাখ টাকা। আর পারফর্ম্যান্স করতে হলে সেটা ১২ থেকে ১৫ লাখে গিয়ে ঠেকে।
বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি নেন ৭ থেকে ১০ লাখ টাকা। আর পারফর্ম্যান্স করতে হলে সেটা ১২ থেকে ১৫ লাখে গিয়ে ঠেকে।
মহিমা চৌধুরী
বিয়ের অনুষ্ঠানে যান না মহিমাও। শুধু ইভেন্ট আর পারফর্ম্যান্সের উপরেই আছেন। প্রতি ইভেন্টে মহিমার চার্জ ৩ থেকে ৫ লাখ টাকা। আর পারফর্ম্যান্সে, তিনি ৭ লাখ নিয়ে থাকেন।
বিয়ের অনুষ্ঠানে যান না মহিমাও। শুধু ইভেন্ট আর পারফর্ম্যান্সের উপরেই আছেন। প্রতি ইভেন্টে মহিমার চার্জ ৩ থেকে ৫ লাখ টাকা। আর পারফর্ম্যান্সে, তিনি ৭ লাখ নিয়ে থাকেন।
সোনালী বেন্দ্রে
একই কথা সোনালী বেন্দ্রের ক্ষেত্রেও। তিনিও পারফর্ম্যান্স বা বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে ইভেন্টে তিনি যান। চার্জ করেন ৫ থেকে ৭ লাখ টাকা। ইভেন্ট প্রতি চার্জ ৬ থেকে ৮ লাখ টাকা।
একই কথা সোনালী বেন্দ্রের ক্ষেত্রেও। তিনিও পারফর্ম্যান্স বা বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে ইভেন্টে তিনি যান। চার্জ করেন ৫ থেকে ৭ লাখ টাকা। ইভেন্ট প্রতি চার্জ ৬ থেকে ৮ লাখ টাকা।
চিত্রাঙ্গদা সিনহা
তিনি ১৫ থেকে ২০ লাখ টাকা চার্জ করেন কোনও ইভেন্টের জন্য। বিয়ের অনুষ্ঠানে এলে ১৫ লাখ। আর পারফর্ম্যান্সের জন্য তিনি নেন ১৮ লাখ টাকা।
তিনি ১৫ থেকে ২০ লাখ টাকা চার্জ করেন কোনও ইভেন্টের জন্য। বিয়ের অনুষ্ঠানে এলে ১৫ লাখ। আর পারফর্ম্যান্সের জন্য তিনি নেন ১৮ লাখ টাকা।
কারিশমা তান্না
তিনি বিয়ের কোন অনুষ্ঠানে যান না। শুধু ইভেন্টে যান আর পারফর্ম করেন। ইভেন্টে যেতে তিনি নেন মাত্র ৩ লাখ টাকা। সবচেয়ে কম চার্জ। আর পারফর্ম্যান্স করতে তিনি নেন ৫ লাখ টাকা। এটাও বাকিদের তুলনায় সামান্য।
তিনি বিয়ের কোন অনুষ্ঠানে যান না। শুধু ইভেন্টে যান আর পারফর্ম করেন। ইভেন্টে যেতে তিনি নেন মাত্র ৩ লাখ টাকা। সবচেয়ে কম চার্জ। আর পারফর্ম্যান্স করতে তিনি নেন ৫ লাখ টাকা। এটাও বাকিদের তুলনায় সামান্য।

0 comments: