Wednesday, 21 October 2015

পাকিস্তানি ছবিতে কারিনা কাপুর!


বাজারে জোর গুজব, এবার পাকিস্তানি ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর। শোনা যাচ্ছে, পাক পরিচালক শোয়েব মনসুরের পরবর্তী ছবিতে দেখা যেতে পারে বেগমকে। সূত্রের খরব, আগামী সপ্তাহে মনসুরের সঙ্গে কথা বলতে দুবাই যাচ্ছেন কারিনা। সেখানেই ছবির বিষয়ে কথাবার্তা বলবেন তারা। মাসখানেক আগে ছবির বিষয়ে কারিনাকে মেল করেছিলেন পাক পরিচালক। মনসুরের ছবির বিষয়বস্তু শুনে পছন্দও হয়ে যায় বেবোর। তবে, পাক ছবি বলে কথা- সাইন করার আগে স্ক্রিপ্ট পড়ে দেখতে চান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। আর সে কারণেই তিনি পরের সপ্তাহে দুবাই পাড়ি দিচ্ছেন। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: