Sunday, 25 October 2015

ক্রেইগের জন্যই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পেরেছি: মনিকা


সম্প্রতি জেমস বন্ড সিরিজের ‘স্পেকট্রা’ ছবিতে অভিনয় করছেন ছবির ‘বন্ড’ ড্যানিয়েল ক্রেইগ এবং ছবির অভিনেত্রী মনিকা বেলুচ্চি। আর এই ছবিতে কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে ক্রেইগ আর মনিকার।সেই বিষয়ে মনিকা জানিয়েছেন, যখন কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয় আসে সে সময় দুজনের সম্পর্ক ও অভিনয়ের রসায়ন, এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এ ছবির অন্তরঙ্গ, ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয়ের সময় ক্রেইগ যথেষ্ট সহযোগিতা করেছেন। আর ক্রেইগের কারণেই এসব দৃশ্যে অভিনয় করতে কোনো অস্বস্তি কিংবা কোনো বেগ পেতে হয়নি। ‘স্পেকট্রা’ ছবিতে ৫১ বছর বয়সী অভিনেত্রী মনিকা বেলুচ্চি ‘লুসিয়া’ নামের একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: