Saturday, 13 June 2015

মাহির আইটেম গানে ইউটিউবে তোলপাড়


ইউটিউবে তোলপাড় তুলেছে মাহিয়া মাহি অভিনীত অগ্নি ২ সিনেমার আইটেম গান ম্যাজিক মামনি। গত ৪ জুন ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরই মধ্যে রেকর্ড সংখ্যক দর্শক গানটি উপভোগ করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৮৬ হাজার দর্শক গানটি দেখেছেন।
‘অগ্নি ২’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। আসছে রোজার ঈদে বাংলাদেশ ও ভারতে একযোগে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। সংগীতায়োজন করেছেন স্যাভি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাকশন জেসমিন’ ছবির ‘পান জর্দা’ গানটি মাত্র পাঁচ দিনে এক লাখ ইউটিউব ভিউ অতিক্রম করে রেকর্ড করেছিল। কিন্তু সেই রেকর্ড মাত্র একদিনে ভেঙ্গে দেয় মাহি’র ‘ম্যাজিক মামনি’। এদিকে ‘পান জর্দা’ গানটি এখন পর্যন্ত তিন মাসের হিসেবে দেখা হয়েছে সাড়ে আট লক্ষাধিক বার।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: