Wednesday, 6 May 2015

স্টোডেনের পর্ন ভিডিও কিনতে ১মিলিয়ন ডলার!


আমেরিকার জনপ্রিয় বিগ ব্রাদার তারকা কোর্টনি স্টোডেনের একটি পর্ন ভিডিও কেনার প্রস্তাব করলো অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট কোম্পানি ভিআইভিআইডি।
অ্যাডাল্ট কোম্পানি ভিভিড জানিয়েছে যে, স্টোডেনের একটি উত্তেজক ভিডিও বের হয়েছে, তা তারা ন্যায্য মূল্যেই কিনতে চায়। এর জন্য তাকে ১মিলিয়ন ডলার দেয়ারও প্রস্তাব হয়েছে।
ভিভিড এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী স্টিভেন হার্শ জানান, স্টোডেনের ভিডিওটি আমাদের প্রভাবিত করেছে। তা আমরা কিনতে চাই। এর জন্য স্টোডেনকে একটি চিঠিও দেয়া হয়েছে। সে যদি রাজি থাকে, তাহলে স্বত্ত্ব হিসেবে তাকে আমরা ১মিলিয়ন ডলার দেবার প্রস্তাব করেছি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: