Saturday, 16 May 2015

সাক্ষি চৌধুরী থেকে ‘সেক্সি চৌধুরী’


চলচ্চিত্রে পরিচালকের ঠিকঠাক কাস্টিং-ই বক্স অফিস মাতিয়ে দিতে পারে। আর যদি ছবিটি হয় নারী কেন্দ্রিক কোনো গ্যাংস্টারের, তাহলেতো কথাই নেই। একজন আবেদনময়ী নায়িকাই একটি চলচ্চিত্রকে ব্যবসায়িকভাবে সাফল্য এনে দিতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত বলিউড। একটু ভেবে দেখলেই ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সানি লিওনের ছবিতে কোনো স্টার নেই, অথচ তার পরপর দু’টো ছবিই মোটামুটিভাবে ব্যবসায়িকভাবে সফল। ভারতের দক্ষিণী সিনেমায় এমনতর আবাসই পাওয়া গেলো সেক্সি চৌধুরিকে নিয়ে।
না তার নাম মোটেও সেক্সি চৌধুরি নয়। তিনি সাক্ষি চৌধুরি। তবে তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘জেমস বন্ড’-এর জন্য তিনি সাক্ষি চৌধুরি থেকে সেক্সি চৌধুরি হয়ে গেছেন। আসন্ন এই সিনেমাতে তাকে দূর্ধর্ষ হট মাসলের একজন গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে।ছবিতে আপত্তিকর বিশেষ কিছু দৃশ্যেও নাকি তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।
এখন দেখার বিষয়, ছবিতে তিনি এমন কি করলেন, যাতে ‘সাক্ষি’ নাম ভুলে সবাই এখন সেক্সি বলে ডাক শুরু করেছেন।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: