Friday, 16 January 2015

মল্লিকার ডার্টি পলিটিক্সের ডার্টি পিকচার

দর্শকদের আরও একবার সম্মোহিত করতে প্রস্তুত বলিউডের গ্ল্যামার গার্ল মল্লিকা শেরাওয়াত। আগামী সিনেমা ডার্টি পলিটিক্স-এ তার অন্তরঙ্গ দৃশ্যগুলি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। সিনেমার পোস্টারে তেরঙা পতাকা গায়ে জড়িয়ে দেখা গেছে মল্লিকাকে। আর এই পোস্টার ঘিরে তীব্র বিতর্ক দেখা দেয়। সিনেমায় দেখা যাবে অনুপম খের, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ, অতুল কুলকার্নি ও আশুতোষ রানার মতো অভিনেতাদের। মল্লিকার যৌন আবেদনময় দৃশ্যগুলি ইতিমধ্যেই নজর কেড়েছে। ছবিটি বক্স অফিসে সাফল্য পাবে বলেই আশা করা হচ্ছে। সিনেমার ট্রেলারেই দর্শকদের ভালো সাড়া মিলেছে। এতে ওম পুরী ও মল্লিকার অন্তরঙ্গ দৃশ্য চর্চার বিষয় হয়ে উঠেছে। সিনেমার পরিচালক কে সি বোকাডিয়া তো মল্লিকার কাজের প্রশংসায় পঞ্চমুখ। মল্লিকাকে চরম অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে এ সিনেমায়। সিনেমায় ওম পুরীর সঙ্গে মল্লিকার অনেক অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। রাজস্থানে চাঞ্চল্যকর ভানোয়ারি দেবী হত্যাকাণ্ডের ছায়ায় তৈরি হয়েছে 'ডার্টি পলিটিক্স'। আগামী ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।












SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: