বলিউডে সম্পর্কের ভাঙা গড়া তো চলতেই থাকে। কখনো বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যান তাঁরা রাতারাতি। আবার কখনো সেই শত্রুতা ভুলে আবার বন্ধুও হয়ে যান। এই বছরটা বলিউডে ছিল পুরনো শত্রুতা ভুলে সম্পর্ক সুন্দর হয়ে ওঠার বছর। বহু মানুষ হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পেয়েছেন এই বছরে। তালিকায় আছেন শাহরুখ, সালমান, জুহি, করণ, মিকা, রাখি সহ আরও অনেকেই। চলুন, জেনে নিই তাঁদের সংক্ষিপ্ত কাহিনী।
১. এ বছরটি বোধহয় মিলনের বছর। শাহরুখ, সালমান এবং আমির একসঙ্গে হওয়ার ঘটনাটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তবে শুধু সিনেমার তারকারাই নয়, অন্য জগতের তারকাদের ঘটনাও এগিয়ে রয়েছে। যেমন- মিকা সিং এবং রাখি সাওয়ান্তের আবার মিল হওয়ার ঘটনায় সবাই খুশি।
২. পুরনো বন্ধুত্ব ফিরে পেলেন করণ জোহর ও কাজল। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক হয়ে আবার পুরনো দোস্তিকে ঝালাই করেছেন তারা।
৩. শাহরুখের ৪৯তম জন্মদিনের নিমন্ত্রণ ফেরাতে পারলেন না পুরনো বন্ধু করণ জোহর। দৌড়ে চলে এলেন করণ। আবার মিলন দুই বন্ধুর।
৪. ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে বেশ খারাপ ঘটনা ঘটেছিল সালমান ও শাহরুখের মাঝে। পরে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনই দুজনের সঙ্গে কোলাকুলি করলেন। এরপর আবারো সালমানের বোনের বিয়েতে এক হলেন দুজন।
৫. 'তিস মার খান' ছবিতে শাহরুখের পরিবর্তে অক্ষয় কুমারকে নেওয়ার পর থেকে ফারাহ খান ও শাহরুখের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু 'হ্যাপি নিউ ইয়ার'-এর মাধ্যমে আবারো তাদের মিলন ঘটে।
৬. পুরনো যুগে এক সময় একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন এবং শক্রুঘ্ন সিনহা। কিন্তু ইগো সমস্যাতে ছিলেন দুজনই। সম্পর্কের পতন তিন যুগ পর্যন্ত স্থায়ীত্ব পায়। কিন্তু দিওয়ালিতে বচ্চনের বাড়িতে হাজির শত্রুঘ্ন। আবার মিল দুই সহকর্মীর।
৭. জুহি চাওলা এবং আমির খানের কথা কেউ ভুলবে না। কয়েকটি ব্লকবাস্টারস উপহার দিয়ে তারা দারুণ বন্ধুও হয়েছিলেন। কিন্তু ঝামেলা তাদের দূরে সরিয়ে রাখে। কয়েক বছর কেউ কারো মুখ দর্শন করেননি। একদিন হঠাৎ জুহি ফোন করলেন আমিরকে এবং পুরনো বন্ধুত্ব আবারো জোড়া লেগে গেলো।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, কালের কণ্ঠ

0 comments: