Sunday, 14 December 2014

মিস ইউনিভার্সালের মুকুট পড়লেন রুহি সিংহ


মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি মুকুট জিতলেন ভারতের রুহি সিংহ লেবাননে আয়োজিত এই প্রতিযোগিতায়ে ১৪৫ টি দেশের প্রতিযোগীদের হারিয়ে জয়ীর খেতাব পেলেন ভারত প্রতিনিধি
প্রথমবারের প্রতিযোগিতার থিম ছিল বিউটি স্পিক ফর পিসখেতাব জয়ের পর রুহি বলেছেন, "আমি উচ্ছ্বসিতভারতে পৌঁছে নিজের প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।"
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য তিনি মিস ইন্ডিয়া অর্গানাইজেশনকেও ধন্যবাদ জানিয়েছেনএই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলারআন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পৃষ্ঠপোষকতায় ওয়ার্ল্ড পিস মিশন অর্গানাইজেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছিল
সূত্র: ইন্ডিয়া টাইমস


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: