পুরো বলিউড এখন একটি ঘটনাকে কেন্দ্র করেই আলোড়িত আর তা হল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়ে । এই বিয়ে উপলক্ষে শাহরুখ খানও পিছিয়ে নেই। পুরনো বন্ধু সালমান খানের বোনকে যে তিনিও ছোট বোনের মতোই স্নেহ করেন।
রবিবার অর্পিতার সঙ্গীত অনুষ্ঠানে শাহরুখ যেন হয়ে গিয়েছিলেন একজন ঘরেরই মানুষ। বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে সম্পন্ন হচ্ছে এবং জানা গেছে শাহরুখ খান সেখানে সকাল ৬ টা পর্যন্ত উপস্থিত ছিলেন। আরও জানা গেছে, শাহরুখ সবার সাথেই খুব ভালো সময় কাটিয়েছেন এবং সবার সাথে গল্প গুজব করেছেন।
অনুষ্ঠানে শাহরুখ শুধু যানইনি, তিনি অর্পিতাকে অনেক দামি ডিজাইনার ব্যাগ উপহার হিসেবে দিয়েছেন। অর্পিতা ডিজাইনার ব্যাগ অনেক পছন্দ করে, তাই শাহরুখ অর্পিতার জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নতুন এবং সবচেয়ে ভালো ব্যাগ উপহার দিয়েছেন।
শাহরুখকে সালমান ও তার বাবা সেলিম খানের সাথে অনেকক্ষণ গল্প করতে দেখা গিয়েছে। আর তারকাদের ভিড়ে সে কারণেই বুঝি এই বিয়েটা বলিউের এতো আলোচিত এবং জমজমাট বিয়ে হতে যাচ্ছে।

0 comments: