Monday, 24 November 2014

অর্পিতাকে শাহরুখের উপহার


পুরো বলিউড এখন একটি ঘটনাকে কেন্দ্র করেই আলোড়িত আর তা হল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়ে এই বিয়ে উপলক্ষে শাহরুখ খানও পিছিয়ে নেইপুরনো বন্ধু সালমান খানের বোনকে যে তিনিও ছোট বোনের মতোই স্নেহ করেন
রবিবার অর্পিতার সঙ্গীত অনুষ্ঠানে শাহরুখ যেন হয়ে গিয়েছিলেন একজন ঘরেরই মানুষবিয়ের আয়োজন অনেক ধুমধাম করে সম্পন্ন হচ্ছে এবং জানা গেছে শাহরুখ খান সেখানে সকাল ৬ টা পর্যন্ত উপস্থিত ছিলেনআরও জানা গেছে, শাহরুখ সবার সাথেই খুব ভালো সময় কাটিয়েছেন এবং সবার সাথে গল্প গুজব করেছেন
অনুষ্ঠানে শাহরুখ শুধু যানইনি, তিনি অর্পিতাকে অনেক দামি ডিজাইনার ব্যাগ উপহার হিসেবে দিয়েছেনঅর্পিতা ডিজাইনার ব্যাগ অনেক পছন্দ করে, তাই শাহরুখ অর্পিতার জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নতুন এবং সবচেয়ে ভালো ব্যাগ উপহার দিয়েছেন
শাহরুখকে সালমান ও তার বাবা সেলিম খানের সাথে অনেকক্ষণ গল্প করতে দেখা গিয়েছেআর তারকাদের ভিড়ে সে কারণেই বুঝি এই বিয়েটা বলিউের এতো আলোচিত এবং জমজমাট বিয়ে হতে যাচ্ছে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: