Saturday, 22 November 2014

সমালোচনার মুখে শিমলার 'নিষিদ্ধ প্রেমের গল্প'


দীর্ঘ বিরতির পর অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার কাহিনী নিয়ে হাজির হতে যাচ্ছেন শিমলাঅসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই বিতর্কের জন্ম দিয়েছেনউদাহারণ হিসেবে বলা যেতে পারে ভারতীয় সিনেমা এক ছোটি সি লাভ স্টোরিএবং নিশাব্দএর কথাতবে শিমলা মনে করেন বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই
অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন নবীন নাট্যনির্মাতা রুবেল আনুশসিনেমাতে শিমলা অভিনয় করছেন বিদেশফেরত ফ্যাশন ডিজাইনার মারিয়ার চরিত্রেতার বিপরীতে কলেজছাত্র নিশোর ভূমিকায় দেখা যাবেঘেটুপুত্র কমলাখ্যাত মামুনকে
তিনি বলেন, সিনেমাতে এমন কোনো দৃশ্য নেই যাতে বিতর্ক তৈরি হতে পারে আমিও দর্শকের কথা মাথায় রাখিএমন কোনো গল্পে কেন কাজ করবো, যা দর্শক গ্রহণ করবে নাতারপরও বিতর্ক হতেই পারেআর নায়িকার কাজ নিয়ে তো আলোচনা-সমালোচনা হতেই পারেএসব যদি নাই হলো, তবে কিসের নায়িকা আমি!
সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে বলে জানান পরিচালক আনুশতিনি বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণে উদ্যোগী হয়েছেন তিনিআমাদের দেশে তরুণ প্রজন্মের গল্প নিয়ে সিনেমা নির্মিত হয় নাতাদের বয়ঃসন্ধিকালীন নানা ইস্যু নিয়ে সিনেমা নির্মিত হতে পারেআমি সিনেমাতে এক কলেজপড়ুয়া তরুণের প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছিসিনেমাতে যৌনতা নয়, তরুণ-তরুণীদের নানা সমস্যার কথা বলতে চেয়েছিকলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের জন্যই মূলত সিনেমাটি নির্মাণ করছি আমি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: